“আমার বাড়িতে বিশেষ মুহূর্ত কাটিয়েছেন প্রসেনজিৎ-দেবশ্রী”- অনামিকা সাহা

বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবশ্রী রায়ের প্রেম ও বিচ্ছেদের এক অজানা অধ্যায়ের সাক্ষী ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা। প্রায় ৪০ বছরের অভিনয় জীবনে ইন্ডাস্ট্রির বহু পরিবর্তন এবং তারকা জুটির ভাঙা-গড়া দেখেছেন তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রসেনজিৎ-দেবশ্রীর ব্যক্তিগত মুহূর্তের স্মৃতিচারণা করেছেন।
সাক্ষাৎকারে অনামিকা সাহা জানান, “আমার বাড়িতে এই যে লাল সোফা রয়েছে, সেখানে বুম্বা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) আর দেবশ্রী (রায়) এসে কত গল্প করেছেন।” পুরনো দিনের স্মৃতিতে ডুব দিয়ে অভিনেত্রী আরও বলেন, “দেবশ্রীর দাদা যখন মারা যায়, কী কান্না! গাড়ি করে ওকে আমার বাড়িতে নিয়ে এলাম। তারপর আলাদা এল বুম্বা। এখানে বসেই কত বোঝালো দেবশ্রীকে। তারপর গাড়ি করে নিয়ে চলে গেল।”
অনামিকার বাড়িতে সে সময় প্রসেনজিৎ-দেবশ্রী অনেক ব্যক্তিগত সময় কাটিয়েছেন। সেই সময় অভিনেত্রীর মেয়ে অনেক ছোট ছিল। অনামিকা বলেন, “ওরা গল্প করত। আমার মেয়ে মাঝে মাঝেই চলে আসত ওদের সঙ্গে কথা বলবে বলে। ভালো সময় কাটিয়েছি আমরা।”
১৯৯২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রসেনজিৎ ও দেবশ্রী রায়, কিন্তু মাত্র তিন বছরের মধ্যেই (১৯৯৫ সালে) তাদের সেই সম্পর্ক ভেঙে যায়। এই তারকা জুটির সম্পর্ক টেকেনি তা নিয়ে অনামিকা সাহা আক্ষেপও করেছেন। বর্তমানে ছোট পর্দার পাশাপাশি, বড় পর্দাতেও চুটিয়ে অভিনয় করছেন এই অভিজ্ঞ অভিনেত্রী। তার স্মৃতিচারণা টলিউডের এক স্বর্ণযুগের ব্যক্তিগত সম্পর্কের এক ঝলক তুলে ধরল, যা হয়তো অনেক ভক্তের কাছেই অজানা ছিল।