‘ওয়ার ২’ টিজারে ধুন্ধুমার অ্যাকশন, হৃতিকের সঙ্গে টক্করে ‘থালা’, দেখে চমকে গেলো সকলে

জুনিয়র এনটিআর-এর জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী হতে পারে! মঙ্গলবার কথা মতো মুক্তি পেল হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’ (WAR 2) ছবির অ্যাকশনে ভরপুর দমদার টিজার। মাত্র ১ মিনিট ১২ সেকেন্ডের এই টিজারেই দুর্ধর্ষ অ্যাকশন, অসাধারণ গ্রাফিক্স এবং জুনিয়র এনটিআর-এর রাশভারী কণ্ঠস্বর দর্শকদের উন্মাদনার পারদ চড়িয়ে দিয়েছে। নেটপাড়ায় ইতিমধ্যেই টিজারটি ঝড় তুলেছে, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ‘ওয়ার’-এর সিক্যুয়েল এই ছবি আরও বড় ধামাকা দিতে প্রস্তুত।

গ্রিকগড হৃতিকের বিপরীতে এনটিআর-এর দাপট
ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন ‘আরআরআর’ খ্যাত জুনিয়র এনটিআর এবং ‘গ্রিকগড’ হৃতিক রোশন। টিজারের শুরুতেই এনটিআর-এর কণ্ঠস্বর যেভাবে শোনা গেছে, তা রীতিমতো মারাত্মক। ‘ওয়ার’ ছবির প্রথম পর্ব সুপারহিট হয়েছিল, যদিও সেটি পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। তাঁর হাতে তৈরি ১৫০ কোটি টাকার ‘ওয়ার’ বক্সঅফিসে ৪৭৫ কোটি টাকা আয় করেছিল। প্রথম পার্টে হৃতিকের বিপরীতে দেখা গিয়েছিল টাইগার শ্রফকে।

‘ওয়ার’ ছবির গল্প একজন গুপ্তচরকে কেন্দ্র করে তৈরি। ছবির মুখ্য চরিত্রের নাম কবির। এবার কবিরের সামনে কঠিন প্রতিপক্ষ হিসেবে হাজির হয়েছেন এনটিআর। টিজারে এনটিআর-এর কণ্ঠে শোনা যায়, “আমার নজর অনেকদিন ধরে কবির তোমার ওপর আছে। ভারতের সেরা জওয়ান। র-এর সেরা এজেন্ট। ছিলে, কিন্তু এখন নয়।” হৃতিকের মারকাটারি অ্যাকশনের পর এনটিআর-এর ভারি কণ্ঠে ভেসে আসে, “তুমি আমাকে জানো না। কিন্তু এবার জেনে যাবে।”

টিজারে প্রথমবারের মতো বিকিনি শটে ঝড় তুলেছেন কিয়ারা আদভানিও। সোনালি রঙের বিকিনিতে কিয়ারার এক ঝলক এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জানা গেছে, হৃতিককে ভারতীয় এজেন্টের চরিত্রে দেখা গেলেও, জুনিয়র এনটিআর-কে নাকি নেতিবাচক চরিত্রে দেখা যাবে। তবে সত্যিই কি তাই, তা জানা যাবে ছবি মুক্তির পরেই।

‘ওয়ার ২’ সিনেমার প্রযোজক আদিত্য চোপড়া। স্ক্রিনপ্লে লিখেছেন শ্রীধর রাঘবন। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রীতম এবং গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। সিনেমাটি আগামী ১৪ অগাস্ট মুক্তি পাবে। জুনিয়র এনটিআর ও হৃতিকের এই দ্বৈরথ বক্সঅফিসে কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।

Editor001
  • Editor001