ইউসুফ আউট! তৃণমূলের প্রতিনিধি কে? উত্তরে সোজা অভিষেকের নাম নিলেন মমতা

ভারতীয় সেনার সফল ‘অপারেশন সিঁদুর’-এর বার্তা বিশ্বমঞ্চে পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকার কর্তৃক গঠিত সর্বদলীয় প্রতিনিধিদলে এবার অন্তর্ভুক্ত হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের নাম প্রস্তাবিত হলেও, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে শেষ পর্যন্ত অভিষেকের নাম চূড়ান্ত করা হয়েছে। এই ঘটনাটি দেশের রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জানতে চান, তৃণমূলের পক্ষ থেকে কে প্রতিনিধি হিসেবে যাবেন। এর উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন। এর আগে, ইউসুফ পাঠানের নাম প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করা হলেও, মমতা বন্দ্যোপাধ্যায় তাতে আপত্তি জানিয়েছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে, কেন্দ্র দলের সঙ্গে আলোচনা না করেই নাম চূড়ান্ত করেছে এবং দলের সিদ্ধান্তের বিষয়ে কেন্দ্রকে কিছু জানানো হয়নি। এই অবস্থানের পরেই কেন্দ্রীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান এবং ‘অপারেশন সিঁদুরে’র কার্যকারিতা তুলে ধরতে ভারত মোট ৭ সাংসদের নেতৃত্বে ৪২ জনের একটি প্রতিনিধিদল পাঠাচ্ছে। এই প্রতিনিধিরা আমেরিকা, রাশিয়া সহ বিশ্বের একাধিক দেশে যাবেন। সেখানে তারা ‘অপারেশন সিঁদুর’-এর বিস্তারিত তথ্য তুলে ধরবেন এবং পাকিস্তানের মাটিতে কীভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলে, তার স্বরূপ উন্মোচন করবেন। রাজনীতি ও দলের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে এই অত্যন্ত মর্যাদাপূর্ণ প্রতিনিধিদল গঠন করা হয়েছে।

মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন। দলের পক্ষ থেকে বলা হয়েছে যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের অবস্থান কী, সে কথা অভিষেক বিশ্বমঞ্চে স্পষ্ট করে দিতে পারবেন। তৃণমূলের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য এই সিদ্ধান্তকে ‘জয়’ হিসেবে তুলে ধরেছেন এবং বলেছেন, “অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ও দেশের পক্ষে প্রচারে, আন্তর্জাতিক প্রতিনিধি দলে তৃণমূলের পক্ষ থেকে থাকছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। খেলা হবে!”