SPORTS: “একজনের বয়স ৪৩, আর একজনের ১৪”-আজ IPL-এ দেখুন দুই তারকার তুমুল লড়াই

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা চেন্নাই সুপার কিংসের জন্য রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচটি আপাতদৃষ্টিতে গুরুত্বহীন মনে হলেও, ক্রিকেটপ্রেমীদের কাছে এটি হয়ে উঠতে পারে এক ঐতিহাসিক মুহূর্ত। প্লে-অফের লড়াই না থাকলেও অরুণ জেটলি স্টেডিয়ামের এই ম্যাচ দেখার যথেষ্ট কারণ রয়েছে দর্শকদের কাছে।

কারণ একটাই – মহেন্দ্র সিং ধোনি। ৪৩ বছর বয়সী এই আইকনিক ক্রিকেটারের উন্মাদনা আজও এতটুকু কমেনি। যদিও এক সপ্তাহ স্থগিত থাকার পর আইপিএল আবার শুরু হয়েছে এবং চেন্নাইয়ের হোম ম্যাচ দিল্লিতে সরিয়ে আনা হয়েছে, তবু ‘থালা’ ধোনির খেলা দেখার জন্যই অরুণ জেটলি স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকবে বলে আশা করা হচ্ছে। সম্ভবত এটিই এই আইকনিক মাঠে ধোনির শেষ খেলা হতে চলেছে, এবং মাহির ভক্তরা তা কোনোভাবেই মিস করতে চাইছেন না।

তবে কেবল ধোনিই নন, এই ম্যাচে আরও একটি বিশেষ আকর্ষণ রয়েছে। আইপিএলের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় ধোনির মুখোমুখি হবেন টুর্নামেন্টের সবচেয়ে কমবয়সী খেলোয়াড়, ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী। এইবারের আইপিএলের অন্যতম বড় আকর্ষণ বৈভব। গত ৩০ মার্চের সিএসকে বনাম আরআর ম্যাচে তিনি প্রথম একাদশে ছিলেন না।

এবারের আইপিএলে বৈভব সূর্যবংশী রেকর্ড ভাঙা শতরান সহ ১৯৫ রান করে অসাধারণ পারফর্ম করেছেন। ৬ ম্যাচে তার স্ট্রাইক রেট ২১৯। প্রশ্ন হলো, নিজের আইডল ধোনির সামনে ব্যাট করতে কি এই আইপিএলের নতুন তারকার হাত কাঁপবে? মঙ্গলবারই আইপিএলে রাজস্থানের এবারের মতো শেষ ম্যাচ। আর সম্ভবত এবারের আইপিএলই ধোনির জন্য অন্তিম টুর্নামেন্ট। ফলে এই বিরল দ্বৈরথ দেখার সুযোগ কেউই হাতছাড়া করতে চাইছেন না।