উড়িয়ে দেওয়ার প্ল্যান ছিল হায়দরাবাদকে, গ্রেফতার দুই সন্ত্রাসবাদী, উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরকও

পুলিশি তৎপরতায় রক্ষা পেল হায়দরাবাদ শহর। ইসলামিক স্টেট (আইসিস) জঙ্গিদের নিজামের শহরে বড়সড় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা তেলঙ্গানা এবং অন্ধ্র প্রদেশ পুলিশের যৌথ অভিযানে বানচাল হয়ে গেছে। গোপন সূত্রে খবর পেয়ে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করার পাশাপাশি তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
ধৃতদের নাম সিরাজউর রহমান (২৯) এবং সঈদ সমীর (২৮)। সিরাজ ভিজিনগরামের বাসিন্দা এবং সমীর হায়দরাবাদেরই ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুজনই আইসিস সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত এবং তাদের নির্দেশেই হায়দরাবাদে বোমা বিস্ফোরণের ছক কষেছিল।
পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে সিরাজউর রহমানকে ভিজিনগরামে আটক করে। তার কাছ থেকে অ্যামোনিয়া, সালফার এবং অ্যালুমিনিয়াম পাউডারের মতো বিস্ফোরক তৈরির সামগ্রী উদ্ধার করা হয়। জেরায় সিরাজ সমীরের নাম প্রকাশ করলে হায়দরাবাদ থেকে তাকেও গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই দুজন অল হিন্দ ইত্তেহাদুল মুসলিমিন নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল এবং এই সংগঠনের মাধ্যমেই তারা সন্ত্রাসী হামলার পরিকল্পনা তৈরি করছিল। জেরায় পুলিশকে তারা জানিয়েছে যে সৌদি আরবের একটি আইসিস মডিউল থেকে তাদের সমস্ত নির্দেশ আসছিল। হায়দরাবাদে কীভাবে বোমা বিস্ফোরণ ঘটাতে হবে, সেই নির্দেশও দিচ্ছিল এই বিদেশী মডিউল।
জানা গিয়েছে, ধৃতদের পরিকল্পনা ছিল প্রথমে একটি ‘ডামি’ বিস্ফোরণ ঘটানো। সেই পরিকল্পনা সফল হলে দেশজুড়ে আরও বড়সড় হামলার ছক ছিল তাদের। সিরাজ, একজন ইঞ্জিনিয়ারিং স্নাতক, চাকরির চেষ্টা করছিল, অন্যদিকে সমীর একটি লিফট অপারেটিং সংস্থায় কাজ করত।
তেলঙ্গানা এবং অন্ধ্র প্রদেশ পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স শাখার এই যৌথ অভিযান রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে আরও একবার কঠোর নজরদারির আওতায় এনেছে। পুলিশ এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে এবং তাদের বিস্তারিত পরিকল্পনা জানার জন্য ধৃতদের জেরা করছে। এই গ্রেফতারি আইসিস এবং তাদের সহযোগী সংগঠনগুলির ভারতে নাশকতার প্রচেষ্টাকে বড় ধাক্কা দিয়েছে বলে মনে করা হচ্ছে।