পাকিস্তানে ফের অ্যাকশন BLA-র! রেশনে আগুন, গুপ্তচর হত্যা, প্রকাশ্যে দাবি প্রেস বিবৃতিতে

পাহেলগাঁওতে সম্প্রতি ঘটা সন্ত্রাসবাদী হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে নতুন করে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, তার মধ্যেই পাকিস্তানের অভ্যন্তরে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে বালোচ লিবারেশন আর্মি (BLA)। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর ধারাবাহিক হামলা চালিয়ে নিজেদের উপস্থিত জানান দিচ্ছে এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী।

সম্প্রতি বালোচিস্তানে নিরাপত্তা বাহিনীর লক্ষ্যবস্তুতে তাদের হামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। BLA দাবি করেছে, পাক অধিকৃত বালোচিস্তানের ৫১ টিরও বেশি স্থানে তারা মোট ৭১টি হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল পাকিস্তানের সামরিক ও গোয়েন্দা সাইটগুলি।

এই ধারাবাহিকতার মধ্যেই গত ১৪ মে কুলবারে নিরাপত্তা বাহিনীর জন্য রেশন বহনকারী একটি গাড়িতে হামলা চালিয়েছে BLA। এই হামলা প্রসঙ্গে গোষ্ঠীটি একটি প্রেস বিবৃতিও জারি করেছে। বিবৃতিতে BLA দাবি করেছে, তাদের যোদ্ধারা সেদিন বিকাল ৪টায় কুলবার শাহাব রোডে অবরোধ করে এবং দখলদার ফ্রন্টিয়ার কর্পস (FC)-এর জন্য রেশন ও গবাদি পশু বহনকারী যানবাহন থামিয়ে রেশনে আগুন ধরিয়ে দেয়।

BLA আবারও স্থানীয় জনগণকে সতর্ক করে জানিয়েছে যে, দখলদার বাহিনীকে কোনো ধরনের সহায়তা করা বন্ধ করতে হবে, অন্যথায় তাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না।

এছাড়াও, গত কয়েকদিন আগে জিওয়ানিতে একজন গুরুত্বপূর্ণ তথ্য পাচারকারীকে হত্যার কথাও স্বীকার করেছে BLA এবং এ বিষয়েও একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে নিহত ব্যক্তির পরিচয় দেওয়া হয় মোল্লা শরিফ হিসেবে। BLA দাবি করে, গত এক দশক ধরে তিনি বালোচিস্তান দখলকারী পাকিস্তানি সেনাবাহিনী, কোস্টগার্ড এবং সামরিক গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করছিলেন এবং এমআই অফিসার আবদুল্লাহ লোধানা ওরফে উমরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

সব মিলিয়ে, বালোচ লিবারেশন আর্মির এই ক্রমবর্ধমান কার্যকলাপ এবং তাদের প্রকাশ্য ঘোষণার ফলে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।