আদালতে অভিনেত্রীকে বাজে স্পর্শ আইনজীবীর, অতঃপর…?-ঘটনা নিয়ে যা বললেন অভিনেত্রী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং আইন বিষয়ে পড়াশোনা করা নিমরিত কৌর আলুওয়ালিয়া সম্প্রতি তাঁর জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। মাত্র ১৯ বছর বয়সে দিল্লির একটি আদালতে ইন্টার্নশিপ করার সময় তিনি এক উচ্চপদস্থ আইনজীবীর হাতে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। এই ঘটনা তাঁকে আজও traumatised করে রেখেছে বলে জানান তিনি।

আইন নিয়ে পড়াশোনা করেছেন নিমরিত, একথা তিনি এর আগে একবার ‘বিগবস’-এর মঞ্চেও জানিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা খোলাখুলি বলেন তিনি। ঘটনাটি ঘটেছিল যখন তাঁর বয়স ছিল ১৯ এবং তিনি দিল্লির আদালতে আইন বিষয়ে ইন্টার্নশিপ করছিলেন। অভিনেত্রী অভিযোগ করেছেন যে শুধু তিনিই নন, সেই আইনজীবীর হাতে নাকি আরও অনেক উঠতি আইনজীবী বা ইন্টার্ন একই ধরনের যৌন হেনস্তার শিকার হয়েছিলেন।

ওই দিনের ভয়াবহ অভিজ্ঞতা স্মরণ করে নিমরিত জানান, তিনি আদালতের ভেতরে একটি মামলার শুনানিতে উপস্থিত ছিলেন। সেখানে প্রচুর ভিড় ছিল। সেই ভিড়ের মধ্যেই হঠাৎ তিনি টের পান, কেউ তাঁর নিতম্বে স্পর্শ করছে। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো ভিড়ের মধ্যে ভুল করে স্পর্শ লেগেছে, বা তিনি হয়তো অতিরিক্ত ভেবে ফেলছেন। কিন্তু এরপর পেছনে ফিরে দেখেন সেই নির্দিষ্ট লোকটা দাঁড়িয়ে রয়েছে। তিনি লোকটির দিকে তাকালেও সে তাঁর চোখের দিকে সরাসরি তাকাচ্ছিল না, যেন তিনি সেখানে নেই। তখনই নিমরিতের মনে ভয় লাগতে শুরু করে। তিনি সঙ্গে সঙ্গে একটু সরে দাঁড়ান।

কিন্তু সরে দাঁড়িয়েও নিস্তার মেলেনি। নিমরিতের অভিযোগ, এরপর তিনি অনুভব করেন কেউ তাঁর হাতে স্পর্শ করছে। পেছনে ফিরে তিনি দেখেন, সেই লোকটাই তাঁর পাশে এসে দাঁড়িয়েছে এবং আবার তাঁর নিতম্বে স্পর্শ করছে। এই ঘটনায় তিনি এতটাই ভয় পেয়ে যান যে চোখে জল চলে আসে এবং তিনি ভয়ে যেন মুহূর্তেই পাথর হয়ে যান।

নিমরিত জানান, এখানেই সেই আইনজীবী থেমে থাকেননি। এরপর নাকি তিনি নিমরিতের শার্টের ভিতরেও স্পর্শ করার চেষ্টা করেছিলেন। ঠিক সেই মুহূর্তেই পাশে থাকা এক মহিলা আইনজীবী ঘটনাটি লক্ষ্য করে এগিয়ে আসেন এবং নিমরিতকে সাহায্য করেন। নিমরিত সঙ্গে সঙ্গে ওই মহিলা আইনজীবীর কাছে সবটা খুলে বলেন।

যে আদালতের ভেতরে মানুষ ন্যায়বিচার চাইতে আসে, সেই পবিত্র প্রাঙ্গণে দাঁড়িয়েই তাঁকে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, এই কথা ভেবে নিমরিত আজও শিউরে ওঠেন এবং ভয় পান। তাঁর এই অভিযোগ সমাজে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা এবং হেনস্তার শিকার হওয়া ভিকটিমদের মুখ খোলার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।