“‘অপারেশন সিঁদুর’ শুধু ট্রেলার, সময় এলে পুরো সিনেমা দেখাবো”-বেইমান পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের

ভারতের সক্ষমতা কতটা, তার ‘অপারেশন সিঁদুর’ শুধু একটি ঝলক বা ট্রেলার মাত্র। আসল খেলা বা ‘পুরো সিনেমা’ সঠিক সময়ে বিশ্বকে দেখানো হবে। পাকিস্তানের উদ্দেশ্যে এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। তিনি পাকিস্তানকে তাদের স্বভাব বদলাতে বলেছেন, অন্যথায় ভয়ংকর ফল ভোগ করতে হবে বলেও সরাসরি সতর্ক করেছেন।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ, ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষাপটে প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “India কী কী করতে পারে, Operation Sindoor শুধু তার ট্রেলার।” মন্ত্রী আরও যোগ করেন যে, এই অভিযান বন্ধ হয়ে যায়নি। “সঠিক সময় এলে আমরা বিশ্বকে গোটা সিনেমা দেখাবো,” বলেন তিনি।

প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়ে বলেছেন, “Pakistan যদি নিজেদের স্বভাব বদলায় তাহলে ভালো।” আর যদি তারা তাদের আচরণ না বদলায় এবং সীমান্ত সন্ত্রাসবাদে মদদ দেওয়া অব্যাহত রাখে, তাহলে পাকিস্তানকে “ভয়ংকর ফল” ভোগ করতে হবে বলেও তিনি কঠোরভাবে সতর্ক করেছেন।

পাকিস্তানের প্রতি ভারতের তীব্র ক্ষোভ এবং কঠোর মনোভাব প্রকাশ করে প্রতিরক্ষামন্ত্রী অত্যন্ত কড়া ভাষায় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “বেইমানের জাত পাকিস্তানকে ধুয়ে রেখে দিল ভারত।” এই মন্তব্য পাকিস্তানের প্রতি ভারতের সরকারের মনোভাবের দৃঢ়তাকেই তুলে ধরে।

প্রতিরক্ষামন্ত্রীর এই জোরালো বার্তা পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করবে এবং সীমান্ত সুরক্ষার বিষয়ে ভারতের অনড় অবস্থানকে আরও একবার স্পষ্ট করে দেবে বলে মনে করা হচ্ছে। ‘অপারেশন সিঁদুর’-এর পর দেওয়া এই হুঁশিয়ারি প্রমাণ করে যে ভারত তার জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।