বিশেষ: আকাশে টানা কয়েক মাস ভাসতে পারবে এই বিলাসবহুল হোটেল, যাবেন নাকি সময় কাটাতে?

বিমানের ভেতরেই থাকবে আস্ত এক বিলাসবহুল হোটেল, যেখানে একসঙ্গে থাকতে পারবেন ৫ হাজার অতিথি! বিশ্বাস না হলেও এমনই এক অত্যাশ্চর্য উড়ন্ত হোটেলের নকশা সম্প্রতি প্রকাশিত হয়েছে। ‘স্কাই ক্রুজ’ (Sky Cruise) নামের এই উড়োজাহাজটি একবার আকাশে উড়লে নাকি মাসের পর মাস ভেসে থাকতে পারবে। ভবিষ্যতের পরিবহণ এবং বিলাসবহুল জীবনযাত্রার এই ধারণা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, এই বিশালাকার উড়ন্ত হোটেলটি শক্তি পাবে পরমাণু শক্তিচালিত ২০টি ইঞ্জিন থেকে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্যে পরিচালিত হবে। বিমানটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে এটি কয়েক মাস ধরে একটানা আকাশে ভাসমান অবস্থায় থাকতে পারে, প্রচলিত বিমানের মতো ঘন ঘন ল্যান্ডিংয়ের প্রয়োজন হবে না।
এই বিমানের একটি অন্যতম অভিনব বৈশিষ্ট্য হলো এর পরিচালন ব্যবস্থা। যাত্রী ওঠানামা করানো এবং বিমানের যান্ত্রিক সমস্যা দেখা দিলে সেগুলির দেখাশোনা করা—সবটাই হবে মাঝ আকাশে। ছোট বিমানের মাধ্যমে যাত্রীদের মূল ‘স্কাই ক্রুজ’-এ পৌঁছে দেওয়া হবে বা নামিয়ে আনা হবে।
বিমানের ভেতরের পরিকাঠামো আরও চমকপ্রদ। এতে থাকবে এক বিলাসবহুল হোটেলের সমস্ত সুযোগ-সুবিধা। নকশা অনুযায়ী, বিমানের ভেতরে থাকবে একাধিক রেস্তোরাঁ, অত্যাধুনিক জিম, সুবিশাল শপিং মল, সিনেমা হল, এমনকি সুইমিং পুলের মতো বিলাসবহুল ব্যবস্থা। এই বিপুল সংখ্যক অতিথি এবং পরিকাঠামো সামলানোর জন্য স্বাভাবিকভাবেই প্রচুর সংখ্যক কর্মীর প্রয়োজন হবে। এই উচ্চ প্রযুক্তিসম্পন্ন বিমানে সরাসরি চালকের দরকার নেই, এটি হবে স্বতন্ত্র বা স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত।
এই ব্যতিক্রমী বিমানটির মূল ধারণা বা নকশা তৈরি করেছিলেন টনি হোমস্টন। সেই নকশার উপর ভিত্তি করে হাসেম আলঘাইলি নামে এক ব্যক্তি ভবিষ্যতের এই উড়ন্ত হোটেলের একটি বিস্তারিত ভিডিও কনসেপ্ট তৈরি করেছেন এবং তা ইউটিউবে শেয়ার করেছেন। হাসেমের মতে, ‘স্কাই ক্রুজ’ পরিবহণ ব্যবস্থার ভবিষ্যতের এক অসাধারণ চমক।
তবে এমন একটি ধারণা সামনে আসার পর এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সবচেয়ে বড় উদ্বেগ হলো পরমাণু চুল্লি নিয়ে। সমালোচকদের মতে, যদি একবার পরমাণু চুল্লিতে কোনও যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বা কোনও দুর্ঘটনা ঘটে, তাহলে বিমানটি বিধ্বস্ত হতে পারে। আর একটি পরমাণু শক্তিচালিত বিমান যদি কোনও ঘনবসতিপূর্ণ এলাকায় বিধ্বস্ত হয়, তাহলে তা সহজেই কোনো শহরকে নিশ্চিহ্ন করে দিতে সক্ষম হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
একদিকে অত্যাধুনিক প্রযুক্তি ও বিলাসের চূড়ান্ত রূপ, অন্যদিকে সম্ভাব্য বিধ্বংসী দুর্ঘটনার আশঙ্কা – সব মিলিয়ে ‘স্কাই ক্রুজ’-এর ধারণাটি বর্তমানে কল্পবিজ্ঞানের অংশ হলেও ভবিষ্যতে আকাশপথে ভ্রমণের একটি বিতর্কিত অথচ সম্ভাবনাময় দিক তুলে ধরেছে।