TRP: ছক্কা হাঁকিয়ে শীর্ষে ‘পরশুরাম’, দ্বিতীয় ‘জগদ্ধাত্রী’, কোন ধারাবাহিক বন্ধ হওয়ার মুখে? দেখেনিন

প্রতি সপ্তাহের মতো এবারও সামনে এল বাংলা টেলিভিশনের বিনোদনমূলক চ্যানেলের সাপ্তাহিক টিআরপি (TRP) রেটিং। বার্ক (BARC) রেটিংয়ের সাম্প্রতিকতম তালিকা অনুযায়ী, শীর্ষস্থানে বড়সড় পরিবর্তন এসেছে। সবাইকে চমকে দিয়ে নতুন বেঙ্গল টপার হয়েছে একটি ধারাবাহিক। অন্যদিকে, সার্বিকভাবে বাংলা ধারাবাহিকের রেটিং নিম্নমুখী বলেও রিপোর্টে ইঙ্গিত মিলেছে। নতুন ধারাবাহিক আসার খবরে কোপ পড়তে পারে একাধিক পুরনো মেগার উপর।

বার্ক রেটিংয়ের সর্বশেষ তালিকা অনুযায়ী, এই সপ্তাহে ৬.৮ রেটিং পয়েন্ট নিয়ে নির্দিষ্ট গ্রুপে এক নম্বর জায়গা দখল করেছে নতুন ধারাবাহিক ‘পরশুরাম’। গত সপ্তাহের বেঙ্গল টপার ‘জগদ্ধাত্রী’ ৬.৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে। বিগত ১৩ বার বেঙ্গল টপার হওয়ার নজির গড়া ‘পরিণীতা’ ৬.৩ রেটিং নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। একই রেটিং (৬.৩) পেয়ে এই সপ্তাহে তৃতীয় স্থান ভাগ করে নিয়েছে আরও একটি জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’।

৬.২ রেটিং নিয়ে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ‘রাঙামতি তিরন্দাজ’। এই সপ্তাহে প্রথম পাঁচে নতুন প্রবেশ ঘটেছে ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকের, তাদের রেটিং ৫.৪।

অন্যদিকে, গত সপ্তাহে প্রথম পাঁচে থাকা ‘গীতা এলএলবি’ এবার ৪.১ রেটিং নিয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। ৫.৩ রেটিং নিয়ে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি প্রথম পাঁচের বাইরে থাকলেও নিজের সম্প্রচারের সময়ে স্লট লিডার হতে পেরেছে। ৫.২ রেটিং পেয়েছে ‘চিরসখা’ ধারাবাহিকটি। এই সপ্তাহে ‘কোন গোপনে মন ভেসেছে’ থেকে শুরু করে ‘গৃহপ্রবেশ’ পর্যন্ত বেশ কিছু ধারাবাহিক ৬-এর ঘরে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। ‘কথা’ ধারাবাহিকের রেটিং এবার ৫.৩।

সামগ্রিকভাবে বাংলা ধারাবাহিকের রেটিং যে কমছে, তা সাম্প্রতিক রেটিং তালিকা থেকেই স্পষ্ট। এই পরিস্থিতিতে স্টার জলসা এবং জি বাংলা মিলিয়ে মোট পাঁচটি নতুন ধারাবাহিক আসার কথা রয়েছে। এর ফলে টিআরপি তালিকায় পিছিয়ে থাকা পুরনো ধারাবাহিকগুলোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে যে ধারাবাহিকগুলোর রেটিং চার পয়েন্টের নিচে, সেগুলো যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দর্শকদের একাংশ সোশ্যাল মিডিয়ায় ‘তেঁতুলপাতা’, ‘গীতা এলএলবি’, এবং ‘শুভ বিবাহ’-এর মতো ধারাবাহিকগুলো বন্ধ করে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন। এছাড়া ‘মিত্তির বাড়ি’ এবং ‘দুগ্গামণি ও বাঘমামা’ ধারাবাহিকও বন্ধ হয়ে যেতে পারে বলে জল্পনা রয়েছে। প্রাইমটাইমে দেখানো না হলেও তুলনামূলক নতুন ধারাবাহিক ‘তুই যে আমার হিরো’, ‘আনন্দী’, আর ‘বুলেট সরোজিনী’ রেটিংয়ের নিরিখে অনেকটাই পিছিয়ে রয়েছে।

নতুন ধারাবাহিকের আগমন এবং সামগ্রিক রেটিংয়ের মন্দা বাংলা টেলিভিশনের পুরনো মেগাগুলোর জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে। আগামী সপ্তাহে টিআরপি তালিকায় কী পরিবর্তন আসে, সেটাই এখন দেখার বিষয়।