“নিশ্চিত ছিলাম, এরা আমাকে ধর্ষণ করবে”-ধর্ষণ ও মৃত্যুভয়ে গুটিয়ে ছিলেন জনপ্রিয় তারকা

২০১৬ সালে প্যারিসে একটি ভয়াবহ ডাকাতির ঘটনার সময় নিজের ভয় ও অসহায়ত্বের কথা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন আমেরিকান তারকা কিম কার্দাশিয়ান। প্যারিসের এক আদালতে সেই রাতের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, দুষ্কৃতীদের হাতে বন্দি অবস্থায় তাকে ধর্ষণ ও মৃত্যুভয়ে গুটিয়ে থাকতে হয়েছিল। ঘটনার প্রায় ন বছর পর তার এই বর্ণনা সেই রাতের বীভৎসতা আবারও সামনে নিয়ে এসেছে।
ঘটনাটি ঘটেছিল ২০১৬ সালে প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে গিয়ে কিম যখন শহরের একটি বিলাসবহুল হোটেলে ছিলেন। মধ্যরাতে একদল দুষ্কৃতী তার হোটেলের রুমে হঠাৎ ঢুকে পড়ে। ঢুকেই তারা কিমের দিকে বন্দুক তাক করে। সেই রাতে কিমের পরনে ছিল শুধুমাত্র একটি তোয়ালে। দুষ্কৃতীরা তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে প্রায় ৬০ লাখ ডলার মূল্যের গহনা ছিনিয়ে নিয়েছিল।
প্যারিসের আদালতে সম্প্রতি ঘটনার বিশদ বিবরণ দিয়েছেন কিম। তিনি জানান, দুষ্কৃতীরা যে স্রেফ চুরির উদ্দেশ্য নিয়ে হানা দিয়েছে, তা প্রথমে তিনি বুঝতে পারেননি। তাদের আচরণ দেখে তিনি চরম আতঙ্কে ছিলেন। কিম বলেছেন, দুষ্কৃতীরা রুমে ঢুকেই তার মুখ বেঁধে দিয়েছিল এবং হাতে হাতকড়া পরিয়েছিল। সেই মুহূর্তে তার মনে হয়েছিল, “আমি নিশ্চিত ছিলাম, এরা আমাকে ধর্ষণ করবে। মনে হয়েছিল, আজই আমার মৃত্যু হবে।”
মডেলের অভিযোগ মতে, একাধিক দুষ্কৃতী ছিল এবং তারা সবাই পুলিশের বেশে হোটেলে ঢুকেছিল। ঘরে ঢুকে কিমকে হাতকড়া পরানোর পর একজন দুষ্কৃতী নাকি তাকে টানতে টানতে বাথটাবেও নিয়ে যাওয়ার কথা বলেছিল। এমনই কিছু কথা তার কানে এসেছিল বলে অভিনেত্রী জানান। সেই পরিস্থিতিতে কিমের মনে হয়েছিল, হয়তো কোনও সন্ত্রাসী হামলার কবলে পড়েছেন তিনি এবং প্যারিস থেকে আর জীবিত অবস্থায় আমেরিকায় ফিরতে পারবেন না। সেই ভয়াবহ মুহূর্তে তিনি পরিবারের কথা ভেবে প্রার্থনা শুরু করে দিয়েছিলেন। কিম জানিয়েছেন, সেই রাতের ঘটনা এখনও মনে পড়লে তিনি আঁতকে ওঠেন।
এই ঘটনাটি বিশ্বজুড়ে কিমের ভক্ত এবং সাধারণ মানুষের মনে গভীর উদ্বেগ তৈরি করেছিল। প্রায় এক দশক পর আদালতে তার এই অকপট স্বীকারোক্তি সেই রাতের ভয়াবহতা এবং একজন বিখ্যাত ব্যক্তিত্বের চরম অসহায়ত্বের চিত্র আরও একবার স্পষ্টভাবে তুলে ধরল।