গুরু গোবিন্দ সিং কলেজ অফ কমার্সে ভয়াবহ আগুন, দেখুন ভিডিও

দিল্লির পিতমপুরার শ্রী গুরু গোবিন্দ সিং কলেজ অফ কমার্সে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে এই অগ্নিকাণ্ড ঘটলেও দমকল বিভাগের দ্রুত তৎপরতায় আগুন বড় আকার নেওয়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা নাগাদ কলেজের অভ্যন্তরে হঠাৎই আগুন ধরে যায়। খবর পাওয়া মাত্রই দমকল বিভাগের কর্মীরা দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন। আগুন নেভাতে দমকলের মোট ১১টি ইঞ্জিন কাজ করে। সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, প্রাথমিকভাবে আগুন কলেজের গ্রন্থাগারে লেগেছিল। সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কলেজের অন্যান্য কয়েকটি ঘরে।

ভাগ্যক্রমে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে কলেজের সম্পত্তির কিছুটা ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।