বাংলাদেশি সন্দেহে আটক বাংলার ৬ শ্রমিক, পুলিশের তৎপরতায় নিরাপদে হলো ঘরে ফেরা

কাজের সন্ধানে উত্তরপ্রদেশে গিয়ে এক অপ্রত্যাশিত বিপত্তির মুখে পড়েছিলেন বাংলার কয়েকজন পরিযায়ী শ্রমিক। বাংলাদেশি সন্দেহে তাঁদের আটক করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। তবে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করে মুর্শিদাবাদ পুলিশ প্রশাসন তাঁদের নিরাপদে রাজ্যে ফিরিয়ে এনেছে। মুর্শিদাবাদ পুলিশ উত্তরপ্রদেশে আটক হওয়া বাংলার বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার মুর্শিদাবাদের বেলডাঙা থানায় এই আটকের খবর পৌঁছায়। জানা যায়, বেলডাঙা এলাকার বাসিন্দা ছয়জন পরিযায়ী শ্রমিক কাজের খোঁজে একটি বাসে করে উত্তরপ্রদেশের দিকে যাচ্ছিলেন। এদের মধ্যে দুজন ছিলেন গাড়ি চালক। উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার লার থানা এলাকায় পৌঁছানোর পর উত্তরপ্রদেশ পুলিশ বাসটিকে আটক করে এবং ওই ছয়জনকে বাংলাদেশি নাগরিক সন্দেহে নিজেদের হেফাজতে নেয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন – বদরউদ্দিন শেখ, সুরজ শেখ, মিতা শেখ, মুস্তাকিন শেখ, সাদিকুল ইসলাম এবং পিন্টু মণ্ডল।

বেলডাঙা পুলিশের কাছে এই পরিযায়ী শ্রমিকদের আটকের খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মুর্শিদাবাদ জেলা পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। আটক হওয়া ওই ছয়জন ব্যক্তি যে প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পরিচয় যাচাই করা হয়। এরপরই মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে দ্রুত উত্তরপ্রদেশ পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাঁদের প্রকৃত পরিচয় সংক্রান্ত সমস্ত তথ্য সরবরাহ করা হয়।

মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং বেলডাঙা থানার ঐকান্তিক প্রচেষ্টাতেই শেষ পর্যন্ত উত্তরপ্রদেশ পুলিশ ওই ছয়জন পরিযায়ী শ্রমিককে ছেড়ে দিতে বাধ্য হয় এবং তাঁরা নিরাপদে নিজেদের রাজ্যে ফিরে আসতে সক্ষম হয়েছেন। মুর্শিদাবাদ পুলিশ নিশ্চিত করেছে যে, তাঁরা এখন বেলডাঙায় নিজেদের বাড়িতে ফিরে এসেছেন। সামান্য ভুল বোঝাবুঝি বা সন্দেহের কারণে ভিন রাজ্যে গিয়ে বিপদে পড়া এই শ্রমিকদের দ্রুত উদ্ধারে মুর্শিদাবাদ পুলিশের ভূমিকা প্রশংসিত হয়েছে।