“উনি পাগল, হতাশায় ভুগছেন”-আইনি নোটিশের পর সৌমিত্রকে কটাক্ষ করলেন সুজাতা

প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে এবার সরাসরি আইনি নোটিশ পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সম্প্রতি দিলীপ ঘোষ সংক্রান্ত একটি ইস্যুতে সুজাতা মণ্ডল তাঁর প্রাক্তন স্বামীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন। তারই পাল্টা জবাব দিতে গিয়ে সৌমিত্র খাঁ প্রাক্তন স্ত্রী সুজাতার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন। অন্যদিকে, প্রাক্তন স্বামীর এই আইনি পদক্ষেপের হুঁশিয়ারি এবং গুরুতর অভিযোগের মুখে পাল্টা দিতে প্রস্তুত সুজাতা মণ্ডলও।

সাংসদ সৌমিত্র খাঁ সুজাতা মণ্ডলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছেন। তাঁর দাবি, সুজাতা মণ্ডল কলকাতার একটি সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কর্মরত থাকা সত্ত্বেও গত ছয় বছর ধরে তিনি নাকি একদিনের জন্যও স্কুলে যাননি। অথচ তিনি নিয়মিত বেতন তুলে যাচ্ছেন। সৌমিত্রর অভিযোগ, এমনকী গত ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীনও সুজাতা স্কুলে উপস্থিত না থেকেও বেতন নিয়েছেন। এছাড়াও তিনি সুজাতার বিরুদ্ধে বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ থাকাকালীন ওই বিভাগে ৭০ শতাংশ হারে কাটমানি নেওয়া, বিভিন্ন ধরনের দুর্নীতি এবং চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার মতো গুরুতর অভিযোগও এনেছেন। শুধু তাই নয়, গত এক বছরে সুজাতার তিনবার বিদেশ সফর নিয়েও প্রশ্ন তুলেছেন সাংসদ সৌমিত্র। তিনি দাবি করেছেন, তাঁর কাছে সমস্ত অভিযোগের প্রমাণ ফাইলবন্দী রয়েছে এবং প্রয়োজনে তিনি সেগুলো জনসমক্ষে আনবেন।

এই বিষয়ে সুজাতা মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে, এখনও পর্যন্ত তাঁর কাছে কোনো আইনি নোটিশ এসে পৌঁছায়নি। তবে আইনি নোটিশ এলে তিনি তার জবাব দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত। তিনি সৌমিত্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “যদি আমার কাছে (আইনি নোটিশ) আসে, তার পাল্টা সামলাতে পারবেন তো? সুজাতা মণ্ডলকে চেনেন না!” তিনি সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ এনে বলেছেন যে, তিনি হতাশায় ভুগছেন এবং তিনি একজন “রেপ কেসের আসামি”। প্রাক্তন স্বামী তাঁর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আনার পর সুজাতা মণ্ডলও পাল্টা সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন।

উল্লেখ্য, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের সঙ্গে তাঁর স্ত্রী সুজাতা মণ্ডলের আইনি বিবাহ বিচ্ছেদ হয়েছিল আগেই। বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলাকালীনও এই দম্পতি একে অপরের বিরুদ্ধে নানা সময়ে আক্রমণ ও পাল্টা আক্রমণ করেছেন। বর্তমানে তাঁরা দু’টি সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক শিবিরে রয়েছেন— সৌমিত্র খাঁ বিজেপি সাংসদ এবং সুজাতা মণ্ডল বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ হিসেবে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসে রয়েছেন। তাঁদের মধ্যেকার ব্যক্তিগত বিবাদে বেশ কিছুদিন বিরতি ছিল। কিন্তু সম্প্রতি দিলীপ ঘোষ সংক্রান্ত একটি ইস্যুতে সুজাতা মণ্ডল তাঁর প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে ব্যক্তিগতভাবে তীব্র কটাক্ষ করেন। তারই পাল্টা হিসেবে এবার সুজাতা মণ্ডলের বিরুদ্ধে পুরনো অভিযোগগুলোর সঙ্গে নতুন অভিযোগ এনে মুখ খুললেন সাংসদ সৌমিত্র খাঁ।

প্রাক্তন দম্পতির এই নতুন করে শুরু হওয়া বিবাদ এবং একের পর এক আইনি হুঁশিয়ারি ও গুরুতর অভিযোগ-পাল্টা অভিযোগ রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।