“গুটখা চিবিয়ে স্টেশনে থুতু ফেলছেন? “-জরিমানা করেই বিপুল আয় করলো রেল দফতর

আপনিও কি গুটখা বা পান মশলা চিবিয়ে যেখানে সেখানে থুতু ফেলেন? বিশেষ করে যদি শিয়ালদহ বিভাগের কোনও রেল স্টেশনে আপনার এমন অভ্যাস থাকে, তাহলে সাবধান! ধরা পড়লেই কপালে জুটবে মোটা জরিমানা। শুনলে অবাক হবেন, রেল কর্তৃপক্ষ অভিযান চালিয়ে শুধু গত এপ্রিল মাসেই বিভিন্ন স্টেশন চত্বর অপরিষ্কার করার দায়ে ৬ হাজারেরও বেশি যাত্রীকে জরিমানা করেছে।
রেল স্টেশনগুলোকে পরিচ্ছন্ন ও আধুনিক করে তোলার ওপর জোর দিচ্ছে ভারতীয় রেল। শিয়ালদহ বিভাগের বিভিন্ন স্টেশনকে ঝাঁ চকচকে করে তোলার কাজ চলছে। যাত্রীদের সুবিধার জন্য নানা ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি, স্টেশন চত্বর যাতে নোংরা-আবর্জনায় ভরে না যায়, সে ব্যাপারে রেল কর্তৃপক্ষ বিশেষভাবে নজর রাখছে। কিন্তু অনেক যাত্রীই এই নিয়ম মানছেন না। তাঁরা গুটখা, পান মশলা বা অন্য কিছু চিবিয়ে প্ল্যাটফর্ম বা স্টেশন চত্বরেই থুতু ফেলছেন, যা পরিবেশকে অস্বাস্থ্যকর করে তুলছে। এই অব্যবস্থা রুখতে এপ্রিল মাস জুড়ে শিয়ালদহ বিভাগে একটি বিশেষ অভিযান চালানো হয়।
রেলের এই অভিযানে অভূতপূর্ব সাফল্য মিলেছে। শিয়ালদহ রেল বিভাগ সূত্রে খবর, এপ্রিল মাসে যেখানে সেখানে থুতু ফেলার অপরাধে মোট ৬,১৯৩ জন যাত্রীকে চিহ্নিত করে জরিমানা করা হয়েছে। এই জরিমানা বাবদ রেলের কোষাগারে জমা পড়েছে বিপুল পরিমাণ অর্থ— মোট ৭,৬১,০৭০ (সাত লক্ষ একষট্টি হাজার সত্তর) টাকা।
এই বিষয়ে শিয়ালদহের ডিভিসনাল রেল ম্যানেজার (ডিআরএম) রাজীব সাক্সেনা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “মাত্র এক মাসে এত বিপুল সংখ্যক থুতু ফেলার ঘটনা ধরা পড়া সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক।” তিনি আরও যোগ করেন, “আমরা এই ধরনের নোংরামি বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিচ্ছি ঠিকই, কিন্তু এত বেশি সংখ্যক মানুষ ধরা পড়ায় এটা পরিষ্কার যে জনসাধারণের মধ্যে সচেতনতার বড়সড় অভাব রয়েছে। প্রত্যেকের নাগরিক অভ্যাসে দ্রুত পরিবর্তন আনা এখন অত্যন্ত জরুরি।”
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশন চত্বর পরিচ্ছন্ন রাখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে। তাই পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জরিমানা এড়ানো এখন যাত্রীদের নিজেদের সচেতনতার উপরই নির্ভর করছে।