“যে কোনও সময় পাকিস্তানে হামলা?”-গোলাবারুদের যোগান ঠিক রাখতে ফ্যাক্টরিতে ছুটি বাতিল

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহ এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের তাগিদে মহারাষ্ট্রের চন্দ্রপুর ও মধ্যপ্রদেশের জবলপুরে অবস্থিত অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলিতে কর্মরত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। অবিলম্বে সকল কর্মীকে কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
চন্দ্রপুরের অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা থেকে জারি করা এক সার্কুলারে মিউনিশন্স ইন্ডিয়া লিমিটেড (এমআইএল)-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরের নির্দেশের কথা উল্লেখ করে বলা হয়েছে, এই সঙ্কটকালীন সময়ে জাতীয় প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। জরুরি অবস্থা ছাড়া অন্য কোনও ক্ষেত্রে ছুটি মঞ্জুর করা হবে না এবং সকলের উপস্থিতি ও অবদান নিশ্চিত করা বাধ্যতামূলক।
অন্যদিকে, জবলপুরের অর্ডন্যান্স ফ্যাক্টরি খামারিয়া (OFK)-তে দুই দিনের বেশি ছুটি বাতিল করা হয়েছে। ফ্যাক্টরির জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, চলতি আর্থিক বছরের বড় লক্ষ্যমাত্রা এবং এপ্রিল মাসে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার কারণে সদর দপ্তর থেকে এই নির্দেশ এসেছে। পর্যাপ্ত কর্মী উপস্থিতি নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
প্রায় ৪,০০০ কর্মী সম্বলিত OFK, Munitions India Limited (MIL)-এর অন্যতম বৃহৎ ইউনিট যা ভারতীয় সশস্ত্র বাহিনীকে গোলাবারুদ সরবরাহ করে। এখানে কামান গোলা, বোমা, রকেট সহ বিভিন্ন প্রতিরক্ষা সামগ্রী তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, দেশের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থা অক্ষুণ্ণ রাখতে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় এই ধরনের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন এবং সময়মতো সরবরাহ নিশ্চিত করার জন্য কর্মীদের নিয়মিত উপস্থিতি জরুরি।