‘অ্যান্টিলিয়া’-র সামনে মুকেশ আম্বানি অটোচালক! রাস্তায় টুল পেতে তাস পেটাছেন আম্বানি-আদানি, আসল রহস্য জেনেনিন?

ভারতের সবচেয়ে দামি বাড়ি ‘অ্যান্টিলিয়া’-র কর্ণধার এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ অম্বানী হঠাৎ অটো নিয়ে ভাড়া খাটতে বেরিয়েছেন! তাঁর প্রাসাদোপম আবাসনের সামনেই তাঁকে অটো চালাতে দেখা যাচ্ছে, এমন একটি ভিডিও সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে মুকেশ অম্বানীকে মুম্বই অটোচালকদের খাকি পোশাক পরে থাকতে দেখা যাচ্ছে। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘আজ সকালে মিস্টার আম্বানিকে তাঁর বাড়ির বাইরে দেখা গিয়েছে’।
তবে এই চিত্র বাস্তবের থেকে বহু যোজন দূরে এবং এটি তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্যে। রিলায়্যান্স কর্ণধারকে ঐ ভিডিওতে একজন অটোচালকের রূপ দেওয়া হয়েছে। তাঁর বিলাসবহুল ২৭ তলার অ্যান্টিলিয়া ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছে মুকেশের এআই চিত্রিত চেহারা। ইনস্টাগ্রামে ‘এআই আনভ’ (AI Anubhav) নামের একটি আইডি থেকে মুকেশ আম্বানির এই এআই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ঐ একই পেজে শেয়ার করা আরও একটি এআই ভিডিওতে ধনকুবের মুকেশ অম্বানীকে মুম্বই পুরসভার একজন কর্মী হিসাবে রাস্তার কাজ করতেও দেখা গিয়েছে, যা ঐ ২৭ তলার অ্যান্টিলিয়ার সামনেই তৈরি করা হয়েছে।
তবে এআই-এর দৌলতে অটোচালক রূপে শুধু মুকেশ অম্বানী একাই নন, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবং মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রাকেও অটোচলকের অবতারে দেখা গিয়েছে। একটি ভিডিওতে এই তিন ধনকুব থুড়ি অটোচালককে অ্যান্টিলিয়ার সামনে রাস্তার উপর টুল পেতে বসে আয়েশ করে তাস পেটাতে দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন অ্যান্টিলিয়ার সামনেই তাঁদের নিজস্ব অটো স্ট্যান্ড তৈরি হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তাকে (Artificial Intelligence) কাজে লাগিয়ে তৈরি করা ভারতীয় শিল্পপতিদের এই ধরনের মজার এবং কাল্পনিক রূপ দেখে নেটিজেনরা হেসে গড়াগড়ি খাচ্ছেন। সমাজমাধ্যমে ভিডিওগুলি দ্রুত ভাইরাল হয়েছে। বহু মানুষ এই ধরনের এআই-এর ব্যবহারকে ‘AI-এর চরম ব্যবহার’ বলে অভিহিত করছেন। এই ধরনের ভিডিও প্রযুক্তি এবং সৃজনশীলতার মেলবন্ধন ঘটিয়েছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক হাস্যরস সৃষ্টি করেছে।