“প্রেম নয়, ও আমার খুব ভালো বন্ধু,আমরা দু’জনেই সাপ ভালোবাসি”-বললেন সৃজিত মুখার্জী

বাংলা চলচ্চিত্রের অন্যতম আলোচিত পরিচালক সৃজিত মুখার্জী। তার নির্মিত ছবি নিয়ে যেমন দর্শক ও সমালোচকদের মধ্যে আলোচনা চলে, তেমনই তার ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে জল্পনা শুরু হয়েছে পরিচালকের প্রেম জীবন নিয়ে।

সৃজিত মুখার্জী এবং তার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্ক নিয়ে নেটমাধ্যমে প্রায়শই আলোচনা-সমালোচনা দেখা যায়। যদিও এই বিষয়ে সৃজিত কিংবা মিথিলা কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এরই মধ্যে সম্প্রতি অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরের সঙ্গে সৃজিতের একটি ভিডিও সামনে আসায় তাদের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে।

একটি ফিল্মি পার্টিতে সৃজিত ও আলেকজান্দ্রা একসঙ্গে ফ্রেমবন্দি হওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়। এই জল্পনা প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন পরিচালক স্বয়ং। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, আলেকজান্দ্রার সঙ্গে তার সম্পর্ক প্রেমের নয়, বরং তারা খুব ভালো বন্ধু। সৃজিত বলেন, “প্রেম নয়, আলেকজান্দ্রা আমার খুবই ভালো বন্ধু। ও অসম্ভব শিক্ষিত। আমরা দু’জনেই সাপ ভালোবাসি। সে একটা পেট শপে আগে কাজও করেছে।” আলেকজান্দ্রার সঙ্গে তার বন্ধুত্ব যে একটি নির্দিষ্ট আগ্রহের ভিত্তিতে গড়ে উঠেছে, সেটাই বোঝাতে চেয়েছেন পরিচালক।

সৃজিত মুখার্জী কি তবে ভবিষ্যতে তার কোনো ছবিতে আলেকজান্দ্রাকে কোনো নির্দিষ্ট চরিত্রে কাস্ট করার কথা ভাবছেন? এই প্রশ্নের উত্তরে পরিচালক জানান যে তাদের মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু এখনও আলেকজান্দ্রার জন্য কোনো নির্দিষ্ট চরিত্র তিনি ভাবেননি।

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার সৃজিত মুখার্জী এবং রাফিয়াত রশিদ মিথিলার বিবাহবিচ্ছেদ নিয়ে নেটমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল। শোনা গিয়েছিল তারা নাকি আর একসঙ্গে থাকছেন না। কিন্তু সেই সময় দুজনই এই গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন এবং পুরোটাই গুজব বলে দাবি করেছিলেন।

পুরনো জল্পনার রেশ কাটতে না কাটতেই আলেকজান্দ্রা টেলরের সঙ্গে সৃজিতের ভিডিও নতুন করে তার ব্যক্তিগত জীবনকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তবে পরিচালক নিজেই এই জল্পনায় জল ঢেলে আলেকজান্দ্রাকে তার ভালো বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন।