পহেলগাঁওয়ের কাণ্ডে শোক প্রকাশ সারার, কাশ্মীর ভ্রমণের পুরনো ছবি পোস্ট করে কটাক্ষের মুখে অভিনেত্রী

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর অতর্কিত হামলায় বহু নিরীহ পর্যটকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা ভারতবর্ষ এখন ক্ষোভে ফুঁসছে। সামাজিক মাধ্যমে সাধারণ মানুষ যেমন প্রতিবাদ জানাচ্ছেন, তেমনই বলিউডের প্রথম সারির তারকারাও এই নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন।
কাশ্মীরে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী সারা আলি খানও। তবে দুঃখপ্রকাশ করতে গিয়ে তিনি নিজেই নেটিজেনদের একাংশের সমালোচনার শিকার হলেন।
সারা আলি খানের ভ্রমণপিপাসু হিসেবে পরিচিতি রয়েছে। গত বছরও তিনি তাঁর মা অমৃতা সিং এবং ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন। সেই সময় কাশ্মীরের নৈসর্গিক রূপ এবং শান্ত পরিবেশ দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই পহেলগাঁওয়ের এই রক্তক্ষয়ী ঘটনা সারার মনকে গভীরভাবে নাড়া দিয়েছে।
সামাজিক মাধ্যমে পহেলগাঁও হামলা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে সারা লেখেন, “এমন একটা নৃসংশ ঘটনায় ভেতর থেকে নড়ে গিয়েছি। এই জায়গাটা পৃথিবীর মধ্যে স্বর্গ বলা হয়। এমন সুন্দর শান্তির জায়গায় এমন একটা ঘটনা। আমি শান্তি চাই পাশাপাশি বিচার চাই।”
কিন্তু সমালোচনার সূত্রপাত ঘটে তখনই, যখন সারা তাঁর এই সংবেদনশীল পোস্টের সাথে নিজের কাশ্মীর ভ্রমণের একটি পুরনো ছবি জুড়ে দেন। এই কাজটি বহু নেটিজেনের কাছে অত্যন্ত অসংবেদনশীল মনে হয়েছে এবং তাঁরা এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনায় মুখর হয়েছেন। প্রায় সকলেরই একটাই প্রশ্ন বা কটাক্ষ ছিল—”এমন একটা ঘটনায় নিজের পুরনো ছবি দেওয়ার কী আছে? মাথা মোটা নাকি?” অর্থাৎ, পহেলগাঁওয়ের ভয়াবহ হামলায় এত মানুষের মৃত্যুর শোক প্রকাশ করার সময় নিজের আনন্দভ্রমণের ছবি পোস্ট করাটা অনেকেই মেনে নিতে পারেননি। যদিও এই তীব্র সমালোচনা বা কটাক্ষের কোনো উত্তর এখনও পর্যন্ত অভিনেত্রী সারা আলি খান দেননি।