SPORTS: “পাকিস্তানের বাবরের রেকর্ড ধ্বংস”-পাক ক্রিকেটারকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড কোহলির

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। গতকাল রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষেও আরও একটি ঝোড়ো হাফ সেঞ্চুরি পেয়েছেন তিনি, আর এর সঙ্গেই গড়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের এক নতুন রেকর্ড।

গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে ওপেনার বিরাট কোহলির ব্যাট থেকে। তিনি মাত্র ৪২ বলে ৭০ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। ইনিংসের শুরুতে কিছুটা ধীরগতিতে খেললেও, শেষের দিকে তিনি দ্রুত রান তোলেন। তার ইনিংসে ছিল ৮টি চার এবং ২টি ছক্কার মার।

এই ম্যাচে অর্ধশতক হাঁকানোর সাথে সাথেই বিরাট কোহলি একটি বিশেষ রেকর্ড নিজের করে নেন। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে আগে ব্যাটিং (প্রথম ইনিংসে ব্যাট করে) করে সবচেয়ে বেশি ফিফটি প্লাস স্কোর করার রেকর্ড এখন কোহলির দখলে। টি-টোয়েন্টি ফরম্যাটে আগে ব্যাটিং করে ৬২ বার পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন এই ভারতীয় তারকা ব্যাটার।

এই রেকর্ডে বিরাট কোহলি টপকে গেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমকে, যিনি আগে ব্যাটিং করে ৬১ বার ৫০োর্ধ্ব ইনিংস খেলেছেন। এই তালিকায় কোহলি ও বাবরের পর রয়েছেন ক্রিস গেইল (৫৭), ডেভিড ওয়ার্নার (৫৫) এবং জস বাটলার (৫২)।

তবে টি-টোয়েন্টি ক্রিকেটে সব মিলিয়ে (প্রথম বা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে) সবচেয়ে বেশি ফিফটি প্লাস স্কোরের রেকর্ড এখনও ডেভিড ওয়ার্নারের দখলেই রয়েছে। এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি সব মিলিয়ে ১১৭ বার পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন। এই তালিকায় ডেভিড ওয়ার্নারের পরেই দ্বিতীয় স্থানে আছেন বিরাট কোহলি। গতকালের ফিফটির পর টি-টোয়েন্টিতে কোহলির পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংসের সংখ্যা দাঁড়িয়েছে ১১১টি। এর আগে তিনি ক্রিস গেইলকে টপকে এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন।