সাইথিয়ায় রহস্যজনক বিস্ফোরণ ! দেওয়াল ভাঙ্গায় ধামাচাপার তীব্র সন্দেহ, তদন্তে পুলিশ

বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত বড়সিজা গ্রামে এক রহস্যজনক বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, শুক্রবার সকালে একটি বাড়ির ভেতরে বেআইনিভাবে বোমা মজুত রাখা অথবা সেগুলোর তৈরির কাজ চলার সময় এই বিস্ফোরণটি ঘটে। তবে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল সংলগ্ন একটি দেওয়াল ভেঙে ফেলার ঘটনা ঘিরে ধামাচাপার তীব্র সন্দেহ দানা বেঁধেছে।

স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে এলাকা। বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসার আগেই নাকি বিস্ফোরণস্থল সংলগ্ন ওই বাড়ির একটি দেওয়াল তড়িঘড়ি ভেঙে ফেলা হয়েছে। অভিযোগ, ঘটনার মূল কারণ ও বিস্ফোরণের আলামত দ্রুত লোপাট করে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যেই এই কাজটি করা হয়েছে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটি জোরালোভাবে সামনে এসেছে – তবে কি বোমা বিস্ফোরণের ঘটনা গোপন করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেওয়ালটি ভেঙে ফেলা হলো?

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাঁইথিয়া থানার পুলিশ বাহিনী। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখে। যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, সেটির ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেন তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক তদন্ত মূলত দুটি বিষয়ের উপর আলোকপাত করছে – বিস্ফোরণের সময় ওই বাড়িতে বিপুল পরিমাণ বোমা মজুত করা ছিল, নাকি নতুন করে বোমা বাঁধার কাজ চলছিল। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এই ঘটনা আবারও একবার জেলার বিভিন্ন প্রান্তে বেআইনিভাবে বোমা মজুত রাখা বা তৈরির চক্র সক্রিয় থাকার অভিযোগকে সামনে এনেছে। দেওয়াল ভেঙে ফেলার ঘটনাটি স্বাভাবিক নয় বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা ও পুলিশ আধিকারিকদের একাংশ। পুরো ঘটনার তদন্ত রিপোর্ট আসার পরই বিষয়টি স্পষ্ট হবে এবং জড়িতদের পরিচয় জানা যাবে বলে আশা করা হচ্ছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।