পহেলগাঁওয়ের হামলার ষড়যন্ত্র করেছেন জেনারেল মুনিরই? পাকিস্তানের ভিতর থেকেই এল বড় খবর!

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলার দায় কিছুতেই এড়াতে পারবে না পাকিস্তান। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এই প্রাণঘাতী হামলা চালিয়ে বেছে বেছে হিন্দু পর্যটকদের নিশানা করেছিল। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়ায় ভারত সরকার ইতিমধ্যেই সিন্ধু জলচুক্তি স্থগিত করার মতো কঠোর পদক্ষেপ নিয়েছে। তবে এই হামলার নেপথ্যে কে বা কারা ছিল, সেই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। আর এই প্রশ্ন ঘিরেই এবার চাঞ্চল্যকর দাবি করেছেন পাকিস্তানেরই একজন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক।

পাকিস্তানের প্রাক্তন মেজর আদিল রাজা, যিনি নিজে একসময় যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন, সরাসরি আঙুল তুলেছেন তাঁর দেশের বর্তমান সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের দিকে। তিনি দাবি করেছেন, গোয়েন্দা সূত্রে তাঁর কাছে খবর রয়েছে যে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের নির্দেশেই পাক গুপ্তচর সংস্থা আইএসআই পহেলগাঁওয়ের এই হামলার ষড়যন্ত্র ও রূপায়ণ করেছে।

আদিল রাজা তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে (টুইট) স্পষ্ট লিখেছেন যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার উচ্চ পদস্থ সূত্রগুলি নিশ্চিত করেছে যে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরই #Pahalgam-এ ঘটা হামলার জন্য আইএসআইকে নির্দেশ দিয়েছিলেন। তিনি নিজেও স্বীকার করেছেন যে এই তথ্য প্রকাশ করার জন্য তাঁকে হয়তো ‘ভারতীয় এজেন্ট’ তকমা দেওয়া হতে পারে, কিন্তু এটাই বাস্তব। তিনি এও প্রশ্ন তোলেন যে জেনারেল আসিম মুনির কার কাছে দায়বদ্ধ থাকবেন এবং প্রয়োজনে তাঁকে ক্ষমতা থেকে সরানোর দাবিও জানান।

উল্লেখ্য, এই ঘটনার পর ভারতীয় সেনা আধিকারিকদের মুখেও একই ধরনের অভিযোগ শোনা গেছে। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতীয় সেনার প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল দেবেন্দ্র প্রতাপ পাণ্ডে সরাসরি জেনারেল আসিম মুনিরকে এই হামলার জন্য দায়ী করেছেন। তিনি জোর দিয়ে বলেন, “আমি পুরোপুরিভাবে বিশ্বাস করি যে আসিম মুনিরই এর (পহেলগাঁও জঙ্গি হামলা) পিছনে রয়েছে। পাকিস্তানি সেনা ও গোয়েন্দা বাহিনীই সন্ত্রাসবাদের মূল চালিকা শক্তি। সন্ত্রাসবাদের তিনটি স্তর থাকলেও এর মূল পরিচালনা ও নিয়ন্ত্রণ থাকে আসিম মুনির ও আইএসআইয়ের হাতে।”

তাহলে কি সত্যিই পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনিরই পহেলগাঁওয়ের বৈসরণে বেছে বেছে হিন্দু নিধনের এই বর্বর হামলার নির্দেশ দিয়েছিলেন? এই গুরুতর অভিযোগ ঘিরে এখন তোলপাড় সৃষ্টি হয়েছে।