‘মুসলিম হিসেবে আমি লজ্জিত, সহ-ভারতীয়দের কাছে ক্ষমা চাই’, পহেলগাঁও হামলায় লজ্জিত হিনা খান !

কাশ্মীর উপত্যকা তাঁর জন্মভূমি। সেই প্রিয় মাটি ফের একবার রক্তে রঞ্জিত হওয়ায় ব্যথিত অভিনেত্রী হিনা খান। পহেলগামে নৃশংস জঙ্গি হামলার পর অবশেষে মুখ খুললেন তিনি। গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরণ ভ্যালিতে জঙ্গিদের অতর্কিত হামলায় প্রাণ হারান ২৬ জন নিরীহ পর্যটক। এই ভয়াবহ হত্যাকাণ্ডকে অভিনেত্রী ‘দেশের জন্য এক কালো দিন’ হিসেবে উল্লেখ করে একজন ভারতীয় ও মুসলিম হিসেবে গভীর শোক প্রকাশ করেছেন।
নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে হিনা লেখেন, নিছক সমবেদনা জানানো বা নিন্দা করার চেয়ে আমাদের বাস্তবটা উপলব্ধি করা প্রয়োজন। যারা নিজেদের মুসলিম দাবি করে এমন নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের কার্যকলাপ মর্মান্তিক। তিনি বলেন, একজন প্রকৃত মুসলিম কখনোই বন্দুকের মুখে কাউকে কলেমা পড়তে বাধ্য করে হত্যা করতে পারে না। এই ঘটনা তাঁর হৃদয়কে রক্তাক্ত করেছে। এই প্রেক্ষাপটেই তিনি বিশেষভাবে উল্লেখ করেন, “একজন মুসলিম হিসেবে, আমি আমার সমস্ত সহ-হিন্দু এবং সহ-ভারতীয়দের কাছে ক্ষমা চাইতে চাই।”
এই হামলার ভয়াবহতা তাঁকে মানসিকভাবে বিধ্বস্ত করেছে জানিয়ে অভিনেত্রী বলেন, এই যন্ত্রণা কেবল তাঁর একার নয়, এটি শোকাহত প্রতিটি ভারতীয়ের shared grief। তিনি নিহত ও আহতদের পরিবারের জন্য ঈশ্বরের কাছে শক্তি প্রার্থনা করেন এবং এই জঘন্য কাজের তীব্র নিন্দা জানান। হিনা বলেন, যারা এমন করেছে, তারা মানুষ পদবাচ্য নয়, তাদের প্রতি কেবল ঘৃণাই আসে।
নিজের দীর্ঘ বার্তায় হিনা আরও লেখেন যে কিছু সংখ্যক মুসলিমের কার্যকলাপ তাঁকে লজ্জিত করেছে। তিনি তাঁর সহ-ভারতীয়দের কাছে বিনীত অনুরোধ করেন যেন শুধুমাত্র কিছু লোকের কাজের জন্য গোটা সম্প্রদায়কে বিচ্ছিন্ন করে দেখা না হয়। তিনি মনে করেন, যদি আমরা একে অপরের সঙ্গে বিভেদ করি, তবে প্রকারান্তরে জঙ্গিদের উদ্দেশ্যই সফল হবে। তরুণ কাশ্মীরিদের মধ্যে তিনি ভারতের প্রতি আস্থা ও আনুগত্যের পরিবর্তন দেখতে পাচ্ছেন বলে উল্লেখ করেন। হিনা খানের মতে, এই সময়টা হলো কাশ্মীরীদের নিজেদের ভূমিতে ফিরে যাওয়ার সময়, যেখানে একসময় কাশ্মীরি পণ্ডিতরা তাঁদের মুসলিম ভাইবোনদের সঙ্গে মিলেমিশে পরিবারের মতো থাকতেন। এই কঠিন পরিস্থিতিতে দলমত নির্বিশেষে সমস্ত ভারতীয়ের একত্রিত হয়ে দেশের পাশে দাঁড়ানো উচিত বলে তিনি জোরালো আহ্বান জানান। তাঁর বার্তা স্পষ্ট – ‘রাজনীতি নয়, ঘৃণা নয়… আমরা প্রথমে ভারতীয়। জয় হিন্দ।’
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরণ উপত্যকায় ঘটে যাওয়া এই হামলায় প্রধানত হিন্দু তীর্থযাত্রী ও পর্যটকদের নিশানা করা হয়। লস্কর-ই-তইবার সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে। অভিনেত্রী হিনা খানের এই স্পষ্ট ও আবেগপূর্ণ বার্তা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।