SPORTS: আইপিএলে হঠাৎ ‘ফিক্সিং’ বিতর্ক, ম্যাচের যে আউট নিয়ে বাড়ছে সন্দেহ?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ নিয়ে হঠাৎ করেই ম্যাচ পাতানো বা ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ উঠেছে। আর এই অভিযোগের নিশানায় রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের ভারতীয় ব্যাটার ইশান কিষাণ। গতকাল (বুধবার) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তার আউটের ধরন নিয়েই মূলত প্রশ্নটা উঠেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ইশানের আউটের ভিডিওতে দেখা যায়– ক্রিজে আসার পরের ওভারেই মুম্বাই ইন্ডিয়ান্সের বোলার দীপক চাহারের একটি ডেলিভারি লেগ স্টাম্পের অনেক বাইরের দিকে যাচ্ছিল। ইশান খেলতে গেলে বলটি প্রায় গা ঘেঁষে যায় এবং উইকেটরক্ষক রায়ান রিকেলটনের গ্লাভসে জমা পড়ে। এই ধরনের ক্যাচে সাধারণত উইকেটরক্ষক ও বোলার জোরালো আবেদন করেন, কিন্তু এক্ষেত্রে রিকেটল কিংবা বোলার চাহার কেউই তেমন কোনো জোরালো আবেদন করেননি। তবে মুম্বাইয়ের এই পেসার পেছন ফিরে দেখেন আম্পায়ার ভিনোদ সেশান ওয়াইড কিংবা আউটের সিদ্ধান্ত জানাতে হাত নাড়াচাড়া করছিলেন। ঠিক তখনই হঠাৎ ক্রিজ ছেড়ে প্যাভিলিয়নের দিকে হাঁটা শুরু করেন ইশান, যা দেখে আম্পায়ারও আঙুল তুলে আউটের সিদ্ধান্ত জানান।

ইশান কিষাণের এই আউটের পুরো দৃশ্যটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছে। অনেকেই এটিকে ফিক্সিংয়ের ঘটনা বলে সন্দেহ প্রকাশ করছেন। পাকিস্তানের সাবেক পেসার জুনায়েদ খানও এই সন্দেহ প্রকাশ করে একটি টুইট করেছেন। আউটের ভিডিও শেয়ার দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, “সব ঠিকঠাক মনে হচ্ছে না, সন্দেহজনক!” উল্লেখ্য, জুনায়েদ পাকিস্তান জাতীয় দলের হয়ে ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত খেলেছেন।

পুরো বিষয়টিই ঘটেছে অত্যন্ত তাৎক্ষণিকভাবে। এরপর আরও নাটকীয়তার বাকি ছিল। কিছুটা সন্দেহজনক দৃষ্টিতে ইশানের দিকে এগিয়ে যান মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়াসহ কয়েকজন ক্রিকেটার। পরে পান্ডিয়া হায়দরাবাদ ব্যাটারের মাথায়ও আলতো বাড়ি দেন। যদিও নিচের দিকে তাকিয়েই প্যাভিলিয়নে ফিরে যান ইশান। পরবর্তীতে টিভি রিপ্লেতে দেখা যায়– বলটি বাঁ-হাতি এই ব্যাটারের একদম কিনারা ঘেষে অতিক্রম করলেও, আল্ট্রা-এজে কোনো স্পাইক দেখা যায়নি।

সাধারণত এই ধরনের ক্লোজ সিদ্ধান্তের ক্ষেত্রে ব্যাটার যতটা সম্ভব চূড়ান্ত রায় আসা পর্যন্ত অপেক্ষা করেন। বল তার ব্যাটে লাগার বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি ক্রিজে থাকেন এবং আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানালে রিভিউ নেন। কিন্তু ইশান আচমকা হেঁটে যাওয়া নিয়েই প্রশ্ন উঠেছে। ৯ রানেই ২ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে যাওয়া হায়দরাবাদের ইনিংসে এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। শেষ পর্যন্ত বিপর্যয়ে পড়া দলটি হেইনরিখ ক্লাসেনের ফিফটিতে নির্ধারিত ওভারে তোলে ১৪৩ রান, যা ৭ উইকেট এবং ২৬ বল হাতে রেখেই পেরিয়ে যায় মুম্বাই।

ভারতীয় ব্যাটার ইশানের আউটটি নিয়ে দ্বিধা তৈরি হয়েছে ধারাভাষ্যে দেশটির জনপ্রিয় মুখ হার্শা ভোগলের মনেও। তিনি একটি হ্যান্ডলে দেওয়া এক টুইটে লিখেছেন, “মনে করে দেখুন এ ধরনের দৃশ্য আপনি কত বছর পর দেখছেন এবং অবশ্যই বলতে হচ্ছে যে, ইশান কিষাণের আউটটি আমাকে বিভ্রান্ত করেছে।”

ইশান কিষাণের এই বিতর্কিত আউটটি বর্তমানে আইপিএলের ফিক্সিং আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এবং এটি নিয়ে তদন্তের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে, যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।