সন্তানের ভবিষৎ এর কথা মাথায় রেখে, ১৬ কোটির এই বাংলো নিলো, জনপ্রিয় জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই

জানেন কি, বলিউডের অন্যতম চর্চিত জুটি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন তাদের একমাত্র মেয়ে আরাধ্যার ভবিষ্যতের কথা ভেবে দুবাইয়ে কিনেছেন এক চোখ ধাঁধানো ভিলা? বলিউড পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, মেয়ের জন্যই নাকি এই বিশাল অঙ্কের বিনিয়োগ করেছেন তারা।
২০১৫ সালে দুবাইয়ের অভিজাত এলাকা জুমেইরাহ গল্ফ এস্টেটের ‘স্যাঞ্চুয়ারি ফলস’-এ এই বিলাসবহুল ভিলাটি কেনেন এই তারকা দম্পতি। কাকতালীয়ভাবে, একই এলাকায় শাহরুখ খান, শিল্পা শেট্টি এবং অম্বানি পরিবারের মতো হাই-প্রোফাইল ব্যক্তিত্বদেরও বাড়ি রয়েছে। তাদের এই ভিলাটিতে রয়েছে সুবিশাল সবুজ বাগান, একটি ব্যক্তিগত সুইমিং পুল, গল্ফ খেলার মাঠের সুবিধা, অত্যাধুনিক রান্নাঘর এবং একটি ঝকঝকে হোম থিয়েটার। সব মিলিয়ে ছুটির দিনে একান্ত সময় কাটানোর জন্য এটি যেন এক আদর্শ ঠিকানা। শোনা যায়, এই ভিলাটির মূল্য প্রায় ১৬ কোটি টাকা।
তবে শুধু দুবাই নয়, মুম্বাইতেও অভিষেক ও ঐশ্বর্যর নামে রয়েছে একাধিক মূল্যবান সম্পত্তি। বান্দ্রা কুরলা কমপ্লেক্সের ‘সিগনেচার আইল্যান্ড’-এ তাদের একটি 5BHK অ্যাপার্টমেন্ট রয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় ২১ কোটি টাকা। এছাড়াও, ওয়ারলির স্কাইলার্ক টাওয়ারের ৩৭ তলায় তাদের আরও একটি প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট রয়েছে।
সব মিলিয়ে, অভিনয় জীবনের বাইরেও তাদের বিলাসবহুল জীবনযাপন প্রতিনিয়ত বলিউড দুনিয়ার আলোচনার কেন্দ্রে থাকে। তাদের সম্পত্তির পরিমাণ এবং রুচিশীল জীবনযাপন নিয়ে অনুরাগীদের আগ্রহেরও কমতি নেই।