পহেলগাঁও হামলার আবহে পাঞ্জাব সীমান্তে ভারতীয় জওয়ানকে আটক করল পাকিস্তান রেঞ্জার্স, বৈঠক চলছে ফেরাতে

পহেলগাঁওয়ের নৃশংস জঙ্গি হামলার জেরে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক এমনিতেই তলানিতে এসে ঠেকেছে, সীমান্তজুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা। এই পরিস্থিতিতে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে এক ভারতীয় সেনা জওয়ানকে আটক করেছে পাকিস্তানি রেঞ্জার্স।
জানা গেছে, বুধবার বিকেলে কনস্টেবল পিকে সিং নামে বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) ১৮২তম ব্যাটালিয়নের ওই জওয়ান দুর্ঘটনাবশত সীমান্ত পেরিয়ে পাকিস্তানের এলাকায় ঢুকে পড়েছিলেন। কর্তব্যরত অবস্থায় কৃষিজমির কাছে ছিলেন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। ভারতীয় সেনা সূত্রে খবর, ওই জওয়ান বর্তমানে পাকিস্তান রেঞ্জার্সের হেফাজতে রয়েছেন।
আটক জওয়ানকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF) এবং পাকিস্তান রেঞ্জার্সের মধ্যে ফ্ল্যাগ মিটিং চলছে। উভয় পক্ষের কর্মকর্তারা বিষয়টি সমাধানের জন্য আলোচনায় বসেছেন বলে সেনা সূত্র জানিয়েছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জওয়ান পিকে সিংকে ফেরত পাঠানো হয়নি। তাঁর নিরাপদ এবং দ্রুত প্রত্যাবর্তনের চেষ্টা চলছে।
সেনা বা বেসামরিক নাগরিকদের অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করার ঘটনা ভারত-পাক সীমান্তে অস্বাভাবিক নয়। সাধারণত এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠিত সামরিক প্রোটোকলের মাধ্যমে সমাধান করা হয় এবং ফ্ল্যাগ মিটিংয়ের পর আটক ব্যক্তিদের তাদের দেশে ফেরত পাঠানো হয়।
কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি ভিন্ন। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে তীব্র টানাপোড়েন চলছে। এই অবস্থায় একটি আপাত নিরীহ, অনিচ্ছাকৃত ঘটনাও পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসারান এলাকায় ভয়াবহ জঙ্গি হামলা হয়। এই হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়েছে। ২০১৯ সালে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলার পর উপত্যকায় বেসামরিক নাগরিকদের উপর এটিই সবচেয়ে মারাত্মক আক্রমণ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জঙ্গিরা পর্যটকদের কাছে জনপ্রিয় ‘মিনি সুইজারল্যান্ড’ খ্যাত বৈসারানে জড়ো হওয়া পর্যটকদের উপর অতর্কিতে গুলি চালায়।