অপেক্ষার অবসান, আগামী ২ মে প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফল

জীবনের প্রথম মাইলফলক, মাধ্যমিক পরীক্ষা। স্বাভাবিকভাবেই এই পরীক্ষার ফলাফল নিয়ে পরীক্ষার্থী, অভিভাবক এমনকি স্কুল কর্তৃপক্ষের মধ্যেও চরম উৎকণ্ঠা থাকে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি এবং শেষ হয় ২২ ফেব্রুয়ারি। তারপর থেকেই দিন গোন চলছিল কবে ঘোষিত হবে বহু প্রতীক্ষিত ফল। অবশেষে সেই অপেক্ষার অবসান।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, আগামী ২ মে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৭০ দিনের মাথায় ফল ঘোষণা করছে পর্ষদ।
২ মে সকালে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। এরপর পরীক্ষার্থীরা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে তাদের ফলাফল জানতে পারবে। কিছু নির্দিষ্ট ওয়েবসাইটে চোখ রাখলেই সকলের কাছে মাধ্যমিকের ফল পরিষ্কার হয়ে যাবে।
জীবনের পথে আরও অনেক পরীক্ষা আসবে, তবে প্রথম বড় পরীক্ষা হিসেবে মাধ্যমিকের গুরুত্ব সবসময়ই বিশেষ। শুধু পড়ুয়ারাই নয়, তাদের স্কুল এবং আশেপাশের মানুষজনেরও আগ্রহ থাকে এই রেজাল্ট নিয়ে।
ফল প্রকাশের দিন, ২ মে, মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিসগুলো থেকে স্কুল কর্তৃপক্ষের হাতে মাধ্যমিকের মার্কশিট তুলে দেওয়া হবে। পরবর্তীতে ছাত্রছাত্রীরা তাদের স্কুল থেকেই মার্কশিট সংগ্রহ করতে পারবে। ফল প্রকাশের তারিখ নিশ্চিত হওয়ার পর এখন সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীর লক্ষ্য স্থির হয়েছে ২ মের দিকে।