“৪০ ঘণ্টা পর অফিস থেকে বেরলেন সিদ্ধার্থ মজুমদার”- অবশেষে ঘেরাও-মুক্ত SSC চেয়ারম্যান,

দীর্ঘ প্রায় ৪০ ঘণ্টা ঘেরাও থাকার পর অবশেষে মুক্ত হলেন স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সল্টলেকের আচার্য সদনে এসএসসি অফিসের বাইরে আন্দোলনরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ঘেরাও থেকে বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ বেরিয়ে আসেন তিনি। হাইকোর্টের মামলায় সশরীরে উপস্থিত থাকার জন্য শর্তসাপেক্ষে এসএসসি চেয়ারম্যানকে বেরোতে দিয়েছেন আন্দোলনকারীরা।

জানা গেছে, সোমবার থেকে এসএসসি অফিসের ভিতরে আটকে ছিলেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ বেশ কয়েকজন আধিকারিক। বাইরে প্রচণ্ড গরম উপেক্ষা করে রাতভর স্লোগান দিয়ে আন্দোলন চালিয়ে গেছেন চাকরিহারা শিক্ষকরা। অবশেষে এদিন সকালে পুলিশের সঙ্গে কথা বলার পর সিদ্ধার্থ মজুমদারকে বেরোতে দেওয়ার সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা।

তবে এসএসসি চেয়ারম্যানকে ঘেরাও মুক্ত করা হলেও, আন্দোলনকারীরা এখনও রাস্তা ছাড়েননি। নিজেদের দাবিতে অনড় থেকে তাঁরা অবস্থান চালিয়ে যাচ্ছেন। সোমবার থেকে এসএসসি দফতরের সামনে অবস্থানে বসে রয়েছেন চাকরিহারারা।

প্রসঙ্গত, সোমবারের পর মঙ্গলবার ফের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠক করেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা। এদিনের বৈঠকের পর তাঁদের সাফ বার্তা, আপাতত আন্দোলনের রাস্তা থেকে সরার কোনও পরিকল্পনা তাঁদের নেই। একইসঙ্গে তাঁদের হুঁশিয়ারি, তাঁরা যাতে তাঁদের অবসর নেওয়ার বয়সের আগের মুহূর্ত পর্যন্ত সসম্মানে নিজেদের চাকরি করে যেতে পারেন, সেটা এসএসসি, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য শিক্ষা দফতর এবং সর্বোপরি রাজ্য সরকারকে যেকোনও মূল্যে নিশ্চিত করতেই হবে।

মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকের পর আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে তাঁরা একাধিক বিষয়ে স্পষ্ট করতে চেয়েছিলেন এবং বেশ কয়েকটি বিষয় নিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। তবে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা হলেও তাঁরা সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারেননি।

সুতরাং, চেয়ারম্যান ঘেরাও মুক্ত হলেও, নিজেদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন চাকরিহারা শিক্ষকরা।