‘সিআইডি ২’-তে ফিরছেন পুরনো এসিপি প্রদ্যুমন! ভাইরাল ভিডিওতে পার্থের সঙ্গে দেখা যাওয়ায় জল্পনা তুঙ্গে

‘সিআইডি ২’ থেকে এসিপি প্রদ্যুমনের বিদায়ের খবরে মন ভেঙেছিল অগুনতি ভক্তের। সকলের একটাই চাওয়া ছিল, শিবাজী সত্যম যেন আবার ফিরে আসেন তাঁদের প্রিয় ‘সিআইডি’-তে। তবে নতুন এসিপি হিসেবে পার্থ সামথনের আগমন দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। কিন্তু এবার অপেক্ষার অবসান! শোনা যাচ্ছিল নির্মাতারা নাকি শিবাজীকে ফেরানোর কথা ভাবছেন, আর সেই জল্পনায় এবার লাগলো সিলমোহরের ছোঁয়া। পার্থের সঙ্গে শুটিং করতে দেখা গেল স্বয়ং শিবাজীকে!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপিং ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পার্থ সামথন এবং শিবাজী সত্যম একসঙ্গে শুটিং করছেন। দুই অভিনেতাকে একই ফ্রেমে দেখে উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরা। সকলেই ধরে নিয়েছেন, এবার সত্যিই ‘সিআইডি’-তে ফিরছেন তাঁদের প্রিয় এসিপি প্রদ্যুমন। শুটিংয়ে যোগ দেওয়াতেই তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে বলে মনে করছেন সকলে। তবে এই দুই এসিপির মধ্যে সমীকরণ কেমন হবে, তা নিয়ে এখনই কোনও ধারণা করা যাচ্ছে না। গল্পের কোন বাঁকে শিবাজীর চরিত্রটি আবার প্রবেশ করবে, তা জানতে হলে দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

কিছুদিন আগেই দেখানো হয়েছে, বোমা বিস্ফোরণে এসিপি প্রদ্যুমনের মৃত্যু হয়েছে। এই পর্ব সম্প্রচারিত হওয়ার পর দর্শকদের মন ভেঙে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় শোকের ঝড় ওঠে। তার ওপর নতুন এসিপি হিসেবে পার্থ সামথনের আগমন যেন ‘মরার উপর খাঁড়ার ঘা’। দর্শকরা নতুন এসিপিকে একেবারেই মেনে নিতে পারেননি এবং একটাই দাবি জানাতে থাকেন – এসিপি প্রদ্যুমনকে ফিরিয়ে আনা হোক।

সূত্রের খবর, দর্শকদের এই আবেগের কথা মাথায় রেখেই নির্মাতারা এসিপি প্রদ্যুমনের প্রত্যাবর্তনের পরিকল্পনা করেছেন। ইতিমধ্যেই নাকি তাঁর ফিরে আসার পর্বের চিত্রনাট্য তৈরি করা হয়েছে। গল্পে দেখানো হবে, এসিপি প্রদ্যুমন বোমা বিস্ফোরণে মারা যাননি এবং তিনি শীঘ্রই ফিরে আসবেন। জানা গেছে, শিবাজী সত্যম কিছুদিন ‘সিআইডি’ থেকে বিরতি চেয়েছিলেন। তবে সম্প্রতি যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে, তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই ‘সিআইডি’-তে ফিরছেন তিনি এবং জোরকদমে চলছে শুটিং। এবার দেখার পালা, পুরনো এসিপি এবং নতুন এসিপির রসায়ন দর্শকদের মন কতটা জয় করতে পারে।