বিশেষ: জীবনের লড়াইয়ে সাফল্যের আশা নিয়ে ৩০টি অসাধারণ উক্তি, যা দেবে অনুপ্রেরণা (১ম পর্ব)

মানুষ যত খারাপ অবস্থাতেই পড়ুক না কেন – সে যদি আশা করতে পারে, তবে সে সেই পরিস্থিতি থেকে এক সময়ে নিশ্চই বেরিয়ে আসবে। আশা এমনই একটি শক্তি যা দুর্বলকে সাহস যোগায়। শত প্রতিকূলতার মাঝেও আশা মানুষকে সুন্দর আগামীর স্বপ্ন দেখায়। পৃথিবীতে আজ পর্যন্ত যত বড় বড় বিজয় অর্জন হয়েছে, যত দুর্বল অত্যাচারীকে পরাজিত করেছে, যত মানুষ শূণ্য হাতে শুরু করে বিশাল কিছু হয়েছেন – এই সবকিছুর পেছনেই আশা একটি বিরাট ভূমিকা রেখেছে।

আশার শক্তিতেই একজন জ্যাক মা হতদরিদ্র অবস্থা থেকে বিলিওনেয়ার হয়ে যান, এই আশাই টমাস আলভা এডিসন এর মত ‘মেধাহীন শিশু’কে জগতের সেরা জিনিয়াস বানায়। ‘অশিক্ষিত’ ধীরুভাই আম্বানী হয়ে ওঠেন এশিয়ার সেরা ধনী।

আপনিও যদি সব খারাপ পরিস্থিতি থেকে নিজের চেষ্টায় বেরিয়ে আসতে চান, অথবা আজ আপনি যা – তারচেয়ে অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন দেখেন – তবে আশা হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তির উ‌ৎস। আপনার আশা করার শক্তিকে বাড়িয়ে তুলতেই আজ আমরা হাজির হয়েছি আশা নিয়ে করা ৩০টি অসাধারণ উক্তি নিয়ে। আশা নিয়ে উক্তি করে গেছেন সেই প্রাচীন কাল থেকে শুরু করে আজকের যুগের অনেক বড় বড় মানুষ। সেগুলোর মধ্য থেকেই আমরা ৩০টি উক্তি বেছে নিয়েছি। আশা করি এই উক্তিগুলো আপনাকে অনুপ্রেরণা যোগাবে।

আশা নিয়ে ৩০ উক্তি:
০১. “সূর্য ডোবার সময়ে কিছুক্ষণের জন্য আকাশে ভোরের মত রং দেখা যায়, যাতে মানুষ আশা করে কাল আবার সকাল হবে”
– সংগৃহীত

০২. “পৃথিবীতে এমন কোনও হতাশা আসেনি যা আশাকে পরাজিত করতে পারে”
– স্যার বার্ণার্ড উইলিয়ামস, বৃটিশ দার্শনিক

০৩. “আমরা হয়তো অসংখ্য বার হতাশ হব, কিন্তু তারপরও অসংখ্যবার আমাদের আশা করতে হবে”
– মার্টিন লুথার কিং জুনিয়র, আমেরিকান শান্তিবাদী নেতা

০৪. “আশা হলো অসীম অন্ধকারের মাঝেও আলো চেনার ক্ষমতা”
– ডেসমন্ড টুটু, সাউথ আফ্রিকান ধর্মগুরু

০৫. “একজন ভালো শিক্ষক ছাত্রদের মধ্যে আশা ও শেখার প্রতি ভালোবাসা তৈরী করেন”
– ব্র্যাড হেনরি, আমেরিকান সমাজ সেবক

০৬. “আশা হলো এমন একটি বিশ্বাস, যা মানুষকে অর্জনের দিকে নিয়ে যায়। আশা আর আত্মবিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয়”
– হেলেন কেলার, বিখ্যাত লেখিকা এবং পৃথিবীর প্রথম ভার্সিটি পাশ করা অন্ধ ও বোবা মানুষ

০৭. “যতক্ষণ জীবন আছে, ততক্ষণ আশা আছে”
– মার্কাস টালিয়াস, প্রাচীন রোমান দার্শনিক ও শাসক

০৮. “ভোর হওয়ার ঠিক আগেই রাত সবচেয়ে বেশি অন্ধকার হয়”
– প্রাচীন ইংলিশ প্রবাদ

০৯. “পৃথিবীতে আজ পর্যন্ত যত বড় অর্জন হয়েছে, তার পেছনে আশা ছিল সবচেয়ে বড় শক্তি”
– মার্টিন লুথার কিং জুনিয়র, আমেরিকান শান্তিবাদী নেতা

১০. “বুকের মধ্যে আশা নিয়ে পথ চলো, তাহলে কোনওদিন একা চলতে হবে না”
– শাহরুখ খান, ভারতীয় অভিনেতা

১১. “ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আশা করার চেয়ে দারুন কিছু আর নেই”
– ভিক্টর হুগো ফ্রেঞ্চ কবি

১২. “যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো”
– মার্টিন লুথার কিং জুনিয়র

১৩. “তুমি যদি একটি জাহাজ বানাতে চাও তবে তোমার লোকদের কাঠ যোগাড় করতে আর পরিশ্রম করতে তাড়া দিও না। বরং তাদের মনে সমুদ্রের অসীম সম্ভাবনার আশা জাগিয়ে তোল”
– এন্টনি ডি সেইন্ট, ফ্রেঞ্চ লেখক ও কবি

১৪. “আশা কখনো তোমাকে ছাড়ে না, বরং তুমিই তাকে ছেড়ে দাও”
– জর্জ উইনবার্গ, বিশ্বখ্যাত মনোবিজ্ঞানী ও লেখক

১৫. “পৃথিবীর সব বড় অর্জনগুলো সেইসব মানুষের দ্বারা হয়েছে, যারা কোনও সম্ভাবনা না দেখার পরও আশা নিয়ে চেষ্টা করে গেছে”
– ডেল কার্নেগী, বিশ্বখ্যাত লেখক ও মোটিভেটর