“চিৎকার করবেন না, গলায় পা তুলে দেব…”-দিলীপ ঘোষের বিয়ে নিয়ে কী বলছেন সেই প্রীতি, বৈশাখীরা?

“চিৎকার করবেন না, গলায় পা তুলে দেব…” – মাসখানেক আগে মহিলা তৃণমূল কর্মীদের উদ্দেশে দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই, দিলীপ ঘোষ শুক্রবার সন্ধ্যায় জীবনের নতুন অধ্যায় শুরু করছেন। আর এই বিশেষ দিনে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানালেন প্রীতি কাড়ার এবং বৈশাখী সাহার মতো তৃণমূল মহিলা কর্মীরা। তবে, শুভেচ্ছার সঙ্গে তাঁরা জুড়ে দিয়েছেন এক বিশেষ বার্তা।

২১ মার্চ খড়্গপুরের ৬ নম্বর ওয়ার্ডের ভবানীপুর মাঠপাড়া এলাকায় নিজের সাংসদ তহবিলের টাকায় তৈরি হওয়া পাকা রাস্তার উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে তৃণমূলের মহিলা কর্মীরা বিক্ষোভ দেখালে, দিলীপ ঘোষের সঙ্গে তাঁদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। প্রীতি কাড়ার এবং বৈশাখী সাহার নেতৃত্বে বিক্ষোভ চলাকালীন দিলীপ ঘোষ মহিলাদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করেন।

সেই দিলীপ ঘোষ যখন সাংসারিক জীবনে প্রবেশ করছেন, তখন তাঁকে শুভেচ্ছা জানিয়ে প্রীতি কাড়ার বলেন, “ওঁর বিবাহিত জীবন সুখের হোক…খড়্গপুরে ফিরলে ফুল দিয়ে শুভেচ্ছা জানাব।” তবে, এর সঙ্গে তিনি যোগ করেন, “আসলে মহিলাদের সঙ্গে কী ভাবে কথা বলতে হয়, উনি মনে হয় জানতেন না! তাই সেদিন ওরকম নোংরা ভাষায় আমাদের আক্রমণ করে বলেছিলেন গলা টিপে দেব, গলায় পা তুলে দেব, গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেব…। এ বার আশা করি শিখে যাবেন মহিলাদের সাথে কী ভাবে ব্যবহার করতে হয়।”

বৈশাখী সাহাও দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “উনি সংসারী হচ্ছেন। আশা করছি, এ বার পিছুটান থাকবে। মহিলাদের কিছু বলার আগে, ভেবে বলবেন!”

দিলীপ ঘোষ খড়্গপুরে গেলে প্রীতি ও বৈশাখী সত্যি তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন কিনা, তা সময়ই বলবে। তবে, তাঁদের এই শুভেচ্ছা বার্তার মধ্যে দিয়ে দিলীপ ঘোষের প্রতি এক বিশেষ বার্তা যে পৌঁছে দেওয়া হয়েছে, তা বলাই বাহুল্য।