মহারাষ্ট্রে ভয়াবহ বাইক দুর্ঘটনা! গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন যুবকের মৃত্যু

মহারাষ্ট্রের ঠাকুরনগর পাহাড়ের কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির বাইক রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাইকটিতে তৎক্ষণাৎ আগুন ধরে যায়। বাইকে থাকা তিন যুবক – দুই ভাই সৌরভ চক্রবর্তী ও সাহেব চক্রবর্তী এবং তাঁদের বন্ধু বিশাল ভূপাল – ঘটনাস্থলেই জীবন্ত দগ্ধ হয়ে মারা যান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাইকে থাকা তিনজনের কেউই হেলমেট পরিহিত ছিলেন না। স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। সংবাদ সংস্থা আইএনএস এই ভয়াবহ দুর্ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে রাস্তার পাশে পড়ে থাকা দুমড়ে-মুচড়ে যাওয়া বাইকটি দাউ দাউ করে জ্বলছে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, বাইকটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল এবং সম্ভবত চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলের ভয়াবহ দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা স্তম্ভিত হয়ে পড়েন। পুলিশ মৃতদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনাটি ফের একবার পথ নিরাপত্তা ও হেলমেট ব্যবহারের গুরুত্বের দিকে আঙুল তুলল। দ্রুতগতির বাইক চালানো এবং হেলমেট না পরার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তা এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দেখছে।