“থালাপতির পাশে থাকবেন না মুসলিমরা”-ফতোয়া জারি করলো অল ইন্ডিয়া মুসলিম জামাত

দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতিকে মুসলিম বিরোধী আখ্যা দিয়ে ফতোয়া জারি করলেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি। তাঁর অভিযোগ, বিজয় থালাপতি নিজের ছবিতে মুসলিমদের সন্ত্রাসবাদী হিসেবে দেখিয়েছেন এবং এখন মুসলিমদের দরদী সাজার চেষ্টা করছেন। মৌলানা রাজভি মুসলিম সম্প্রদায়ের কাছে আর্জি জানিয়েছেন, তাঁরা যেন বিজয় থালাতির ডাকে সাড়া না দেন।
মৌলানা শাহাবুদ্দিন রাজভি একটি ভিডিও বার্তায় বলেন, “বিজয় থালাপতি তার ছবিতে মুসলিমদের সন্ত্রাসবাদী হিসেবে দেখিয়েছেন। আর সেই থালাপতিই এখন মুসলিমদের দরদী সাজার চেষ্টা করছেন। এটা মেনে নেওয়া যায় না।” তিনি আরও বলেন, “মুসলিমরা শান্তিপ্রিয়। তারা কারও শত্রু নয়। কিন্তু বিজয় থালাপতি যেভাবে মুসলিমদের portrayal করেছেন, তা অত্যন্ত নিন্দনীয়।”
মৌলানা মুসলিম সম্প্রদায়ের কাছে আহ্বান জানান, “আপনারা এমন একজন অভিনেতার ডাকে সাড়া দেবেন না যিনি নিজের ছবিতে আপনাদের সন্ত্রাসবাদী হিসেবে দেখিয়েছেন।”
বিজয় থালাপতি সম্প্রতি একটি রাজনৈতিক দল খোলার ঘোষণা করেছেন এবং আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাপ্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে মৌলানা রাজভির এই ফতোয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
যদিও বিজয় থালাপতি বা তাঁর দলের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে, মৌলানার এই ফতোয়া দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে এর কতটা প্রভাব পড়বে, তা সময়ই বলবে।