রাজ্যে বৃষ্টির ঘাটতি, গ্রাস করতে পারে খরা
August 19, 2022

দেখা নেই বৃষ্টির। চলতি বছর সময়ের আগেই ভারতে ঢুকেছে বর্ষা। কেটে গেলো আড়াই মাস। আড়াই মাস কেটে গেলেও দেশের সাতটি রাজ্য এখনও যথেষ্ট বৃষ্টি থেকে বঞ্চিত বলে জানাচ্ছে পরিসংখ্যান।
আশঙ্কা করা হচ্ছে, তৈরী হতে পারে খরা পরিস্থিতি। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের নামও। বৃষ্টির অভাবে কমেছে ধানের উৎপাদনও। এই বছর দেশে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের মতো ধান উৎপাদনকারী রাজ্যেই বৃষ্টির ঘাটতি রয়েছে বলে জানাচ্ছে রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যান।
প্রসঙ্গত, গরমে অতিষ্ট হয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করে সাধারণ মানুষ। আবার কখনো বৃষ্টির জলে বানভাসি অবস্থায় বৃষ্টি কমার দিন গোনে। হাওয়া অফিস আবহাওয়ার উপর তীক্ষ্ন নজর রেখেই নিয়ম করে জারি করে পূর্বাভাস যাতে মানুষ সজাগ ও সচেতন থাকতে পারে প্রতিদিনের আবহাওয়া নিয়ে। কিন্তু এ বছর সঠিক সময়ের আগেই দেশে ঢুকেছে বর্ষা।