BigNews: অনুব্রতর বিরুদ্ধে এবার ১০ কোটি টাকা তোলাবাজির অভিযোগ

আজ বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের ভোলে ব্যোম রাইস মিলে হানা দেয় সিবিআই আধিকারিকরা। অনুব্রত মন্ডলের রাইস মিলের গ্যারেজে পড়ে থাকা কালো ফোর্ড এন্ডোভার গাড়িটি বীরভূমের তৃণমূল সভাপতি ব্যবসায়ী প্রবীর মন্ডল এবং অরূপ ভট্টাচার্যের থেকে ছিনিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ।

অভিযোগ করা হয়েছে, ঠিকাদারির বরাত পাইয়ে দিতে দুই ব্যবসায়ীর কাছে ১০ কোটি টাকা দাবি করেছিলেন অনুব্রত মন্ডল। ৫ কোটি ৬৩ লক্ষ টাকা দিতে পেরেছিলেন দুই ব্যবসায়ী। বাকি টাকা না পেয়ে অনুব্রত মন্ডল ৪৬ লক্ষ টাকার ওই গাড়ি কেড়ে নিয়েও টেন্ডার দেননি বলে অভিযোগ।

উল্লেখ্য, সিবিআই পৌঁছানোর ৪০ মিনিট পর অনুব্রত মন্ডলের ভোলাবোম রাইস মিলের গেট খোলা হয়। মিলের গেট খুলতেই পাওয়া গেলো চাঞ্চল্যকর তথ্যের হদিশ। চালকলের ভেতরে পাওয়া গেলো অন্তত ৬ টি গ্যারেজ। আর সেইখানেই দাঁড়িয়ে রয়েছে সারি সারি দামি গাড়ি।