BigNews: সিবিআইকে ঢুকতে বাধা, ৪০ মিনিটেই সব ফাঁকা করে দিয়েছে অনুব্রতর চরেরা

আজ বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের ভোলে ব্যোম রাইস মিলে হানা দিতে গেলে
সিবিআই আধিকারিকদের বাইরে টানা ৪০ মিনিট দাড় করিয়ে রাখা হয়। নিরাপত্তা রক্ষীরা প্রথমে জানান তাদের কাছে সিবিআইকে ঢুকতে দেওয়ার অনুমতি নেই।

তারপর বলা হয় গেটের চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। সে ক্ষেত্রে সিবিআই প্রশ্ন করে তাহলে পরে কে অনুমতি দিলো ? আর চাবি পাওয়া না গেলে রাইস মিলের কর্মীরা ঢুকলেন কিভাবে ? তাই মনে করা হচ্চযে হয়তো বিভিন্ন বাহানা দেখিয়ে ৪০ মিনিট সিবিআইকে অপেক্ষায় রেখে সেই সময়ের মধ্যে সরিয়ে ফেলা হয়েছে যাবতীয় নথি ও টাকা।

প্রসঙ্গত, সিবিআই পৌঁছানোর ৪০ মিনিট পর ভোলেবোম রাইস মিলের গেট খুলতেই পাওয়া গেলো চাঞ্চল্যকর তথ্যের হদিশ। চালকলের ভেতরে পাওয়া গেলো অন্তত ৬ টি গ্যারেজ। আর সেইখানেই দাঁড়িয়ে রয়েছে সারি সারি দামি গাড়ি।

সংবাদমাধ্যমের প্রশ্ন মালিক কে ? কিন্তু মুখে কুলুপ রাইস মিলের কর্মীদের। নিরাপত্তা রক্ষীরা দাবি করেছে যে তারা এই সম্পর্কে কিছু জানেনা। অথচ গাড়ির মধ্যে পাওয়া গিয়েছে তৃণমূলের ব্যাজ। সেবী সাথে পাওয়া গেছে তৃণমূলের ব্যাজ। এছাড়াও বেশকিছু নথি ও গুরুত্ত্বপূর্ন তথ্য পাওয়া যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।