মুখে করে মানুষের কাটা মুণ্ডু নিয়ে ঘুরছে কুকুর! চাঞ্চল্যকর দৃশ্য দেখে অবাক স্থানীয়রা

এক হাড়হিম করা দৃশ্য ধরা পড়ল হুগলির চণ্ডীতলার বেগমপুরে। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা একটি কুকুরকে মানুষের কাটা মুণ্ডু মুখে নিয়ে ঘুরতে দেখেন। এই চাঞ্চল্যকর দৃশ্য দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল আনুমানিক ন’টা নাগাদ বেগমপুর ২০ নম্বর রেলগেট এলাকার একটি বাগানে স্থানীয়রা প্রথম কুকুরটিকে মানুষের কাটা মুণ্ডু নিয়ে ঘোরাঘুরি করতে দেখেন। আতঙ্কিত হয়ে স্থানীয় বাসিন্দারা কুকুরটিকে তাড়া করেন। খবর দেওয়া হয় কামারকুন্ডু জিআরপি (GRP) ও চণ্ডীতলা থানায়।
খবর পেয়ে দুই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কুকুরটিকে তাড়িয়ে কাটা মুণ্ডুটি উদ্ধার করা হয়। পুলিশ তদন্ত শুরু করে এবং যেখানে মুণ্ডুটি পাওয়া যায়, সেখান থেকে প্রায় তিনশো ফুট দূরে হাওড়া-বর্ধমান কর্ড শাখার রেল লাইনের ধারে দেহটির সন্ধান মেলে।
পুলিশের প্রাথমিক অনুমান, কোনও দূরপাল্লার ট্রেন থেকে মুখ বের করার সময় ওই ব্যক্তি সম্ভবত বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগেছিলেন। এর জেরেই তাঁর মুণ্ডু দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে খুঁটিতে রক্তের দাগও পাওয়া গিয়েছে। তবে, মৃত যুবকের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশ দেহ ও মুণ্ডু উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় যুবক মণিরুল আলী জানান, “আমরা কারখানায় কাজ করছিলাম। হঠাৎ চিৎকার শুনতে পাই। বাইরে এসে দেখি একটা কুকুর মানুষের কাটা মুণ্ডু নিয়ে ঘুরছে। প্রথমে আমরা ভয় পেয়েছিলাম। পরে গ্রামের বাকিদের জানাই। এরপর থানার বড়বাবু এসে মুণ্ডু উদ্ধার করে নিয়ে যান।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং চাঞ্চল্য অব্যাহত রয়েছে। পুলিশ মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে এবং ঘটনার তদন্ত করছে।