এবারের জন্মাষ্টমীতে কী বিরল তিথিযোগ পড়েছে ? জেনে নিন
August 18, 2022

শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল অষ্টমী তিথি ও রোহিনী নক্ষত্রে। শাস্ত্রীয় বিধানমতে এই তিথি খুবই প্রবিত্র। এবার জন্মাষ্টমীতে এই তিথি দুটি তৈরি করেছে শুভযোগ। জোতিষ শাস্ত্রের মতে এই ধরণের শুভযোগের জোরে চাকরি ও ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত বাধাবিপত্তি আসে, তা সব কেটে যায়। আর এর জোরে আর্থিক সমস্যাও কেটে যাবে। জন্মাষ্টমীর পূজায় পান ব্যবহার করলে তা আরো শুভ ঘটায়।
পঞ্চিকামতে 17 আগস্ট থেকেই এই যোগ শুরু হয়েছে। সকাল 8.57 থেকেই এই দারুন সংযোগ সৃষ্টি হয়েছে। একে ড্রোব যোগও বলা হয়। এই যোগ থাকবে 18 আগস্ট রাত 8.42 পযন্ত। এবার জন্মাষ্টমীতে ভগবান বিষ্ণু ও মা লক্ষীর এক দারুন সংযোগ তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে।
তাছাড়াও জন্মাষ্টমীর লগ্নে মা লক্ষীর পূজার বিধি আছে। সব মিলিয়েই এবার জন্মাষ্টমীর তিথিযোগকে একটু বিরল বলা হচ্ছে।