BigNews: সব মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

প্রথমে পার্থ চট্টোপাধ্যায়, তারপর অনুব্রত মণ্ডল। শীর্ষ দুই নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর বেশ বিব্রতকর অবস্থায় তৃণমূল কংগ্রেস। দুর্নীতির অভিযোগে আরও কিছু মন্ত্রী গ্রেফতার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আর এর মধ্যেই বৃহস্পতিবার রদবদলের পরে প্রথম মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানালেন, কোনও ফাইল এলে, ভালো ভাবে খতিয়ে দেখে তারপর সই করতে হবে। ক্লিন ইমেজ বজায় রাখতে হবে। পাইলট কার, লালবাতি ব্যবহার করা যাবে না।

উল্লেখ্য, এর আগেও দলের নেতাদের আচরণ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মন্ত্রিসভার বৈঠকের পর দলের মন্ত্রীদের করা বার্তা দিলেন তিনি। সম্প্রতি মন্ত্রিসভার মূল আলোচনার শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রত্যেক মন্ত্রীর ওপর নজর রাখবেন তিনি।