আরও ১৪ দিনের জেল হেফাজত, অনুব্রতর দেহরক্ষী সায়গলের
August 18, 2022

গত বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল। আজ অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় সিবিআইয়ের বিশেষ আদালত।
অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেন জামিনের আবেদন করেছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে এবং নতুন নতুন তথ্য উঠে আসছে। এই কারণে তাকে আরও জেল হেফাজতের প্রয়োজন। সিবিআইয়ের আইনজীবীর এই আবেদনের ভিত্তিতেই দেহরক্ষী সায়গলের জেল হেফাজতের মেয়াদ বাড়িয়ে দেয় আদালত। আগামী ১ সেপ্টেম্বর তাকে ফের আদালতে পেশ করা হবে।
উল্লেখ্য, গরু পাচারকাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে ২০ অগাস্ট পর্যন্ত অর্থাৎ ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ আদালত।