সোমবারের পতনের পর ফের ঘুরে দাঁড়ালো সেনসেক্স! কারা কোটিপতি হল?

গত সপ্তাহের শুরুর ভয়াবহ পতনের পর এক নজিরবিহীন উত্থানের সাক্ষী রইল শেয়ার বাজার। মার্কিন প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৯০ দিনের শুল্ক স্থগিতাদেশে বিশ্ব বাজারে ফিরেছে স্থিতিশীলতা, যার সুস্পষ্ট প্রভাব দেখা গেল ভারতের সেনসেক্সেও।
সোমবারের পতনের পর সেনসেক্স মাত্র পাঁচ কার্যদিবসে চড়েছে আড়াই হাজার পয়েন্টেরও বেশি। এই সময়ে সেনসেক্সের অন্তর্ভুক্ত শীর্ষ পাঁচ সংস্থা ঘুরে দাঁড়িয়ে পুনরুদ্ধার করেছে তাদের হারানো সম্পদের বড় একটি অংশ।
৮৪ হাজার কোটি টাকার বেশি মূলধন বৃদ্ধি
এক পরিসংখ্যান অনুযায়ী, ওই পাঁচ সংস্থার মোট বাজার মূলধন বেড়েছে প্রায় ৮৪ হাজার কোটি টাকা। যদিও সেনসেক্সের আওতায় থাকা বাকি ৩০টি শেয়ারের অবস্থা বিশেষ ভালো নয়— অনেকেই বড় রকমের ক্ষতির সম্মুখীন হয়েছে।
কারা কোটিপতি হল?
হিন্দুস্থান ইউনিলিভার (HUL) : সর্বাধিক লাভ করেছে এই সংস্থাই। তাদের বাজার মূলধন বেড়েছে ২৮ হাজার কোটি টাকা, এখন তা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫৬ হাজার কোটি টাকা।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (RIL) : যুক্ত হয়েছে ১৯ হাজার কোটি টাকা।
ITC : এক সপ্তাহে মার্কেট ক্যাপে যুক্ত হয়েছে ১৫,৩২৯ কোটি টাকা।
বাজাজ ফিনান্স : বৃদ্ধি পেয়েছে ১২,৭৬০ কোটি টাকা।
TCS : মার্কিন শুল্ক নীতির ধাক্কা কাটিয়ে এক সপ্তাহে মূলধন বাড়িয়েছে ২৪ হাজার কোটি টাকা।
তথ্যপ্রযুক্তি খাতেও ফিরে এসেছে স্বস্তি
ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির উপর। তবে ৯০ দিনের এই রেয়াতের জেরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।
TCS ও ইনফোসিস (Infosys) দুই সংস্থারই শেয়ার দরে ঊর্ধ্বগতি দেখা গিয়েছে।
TCS-এর বাজার মূলধন বেড়েছে ২৪ হাজার কোটি টাকা
ইনফোসিস বেড়েছে ১৭ হাজার কোটি টাকা
বিশ্লেষকদের মতে, এই রকম এক আর্থিক সঙ্কটের মধ্যেও শীর্ষ সংস্থাগুলির এই ঘুরে দাঁড়ানো বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সাহায্য করবে। যদিও সামনের দিনগুলিতে বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং মার্কিন নীতিনির্ধারণ আরও বড় প্রভাব ফেলতে পারে বাজারের গতিপ্রকৃতির উপর।