ভয়াবহ দাবানলের আগুন ট্রেনে, আহত ১০ জন

স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশে ভয়াবহ দাবানলের আগুন একটি ট্রেনে ছড়িয়ে পড়ায় ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে ট্রেন থেকে নামার সময় হুড়োহুড়ি করতে গিয়ে ছয়জন আহত হন। এ সময় দগ্ধ হন চারজন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষের রাতে রয়টার্স জানায়, ভ্যালেন্সিয়া থেকে জারাগোজার দিকে যাচ্ছিল ট্রেনটি। হঠাৎ আগুন ধরে যায় সেটিতে। যাত্রীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে ট্রেন ঘুরিয়ে নেয়ার চেষ্টা করেন চালক। তবে আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটতে থাকেন যাত্রীরা। ট্রেনের দরজা দিয়ে লাফিয়েও পড়েন কেউ কেউ। সেসময় আহত হন কয়েকজন। পাশের স্টেশনে নিয়ে যাওয়ার পর যাত্রীদের উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

গত রোববার বজ্রপাত থেকে দাবানল ছড়িয়ে পড়ে স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশে। পুড়ে গেছে প্রায় সাড়ে ২৮ হাজার একর বনভূমি। আগুন ছড়িয়েছে আবাসিক এলাকাও। ১১টি গ্রাম থেকে স্থানীয়দের সরিয়েও নেয়া হয়েছে।