Weather Update: আবার আসতে পারে নিম্নচাপ,কমবে তাপমাত্রা, জেনে নিন কোন কোন জাগায় বৃষ্টি হতে পারে

বেশ কয়েকদিন নিম্নচাপের কারণে বৃষ্টিপাত হওয়ায় প্রচন্ড গরম থেকে মুক্তি পেয়েছিলো কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। কিন্তু আবার দুদিন ধরে গরম পড়েছে দক্ষিণবঙ্গে । তাই আবার কবে বৃষ্টি হবে সেই প্রশ্ন সবার মুখে।

আবহাওয়া সূত্রের খবর , এই মুহূর্তে দক্ষিণ মায়ানমারে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যেটি সম্বভত আমাদের সমুদ্র উপকূলের দিকে আসার সম্বভনা রয়েছে। এই ঘূর্ণাবর্তটি বাংলাদেশ ঘেসে দক্ষিণবঙ্গে এসের সম্বভনা রয়েছে।

যার ফলে এই মাসের ১৮ তারিক থেকে ২০ তারিকের মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে রাজ্যে। ১৮ তারিক থেকে দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে উত্তরবঙ্গে। দিনের শুরুতে বৃষ্টি না হয়ে দুপুরের দিকে হতে পারে।

বৃষ্টিপাত হালকা হলেও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাকোরা,হগলি, ঝাড়গ্রাম, ২৪ পরগনা,মেদিনীপুর ও দুই বর্ধমান। আবহাওয়া সূত্রের খবর, ১৮ তারিক এই সব জাগায় দুপুরের পর বৃষ্টিপাতের সম্ভাবনা হয়েছে। ১৯ তারিকে পশ্চিম জেলা গুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে ,তাই ১৯ও ২০ তারিকে মৎস্যজীবীদের নিসেধাক্ষ করা হয়েছে সমাজের পাশে না যাওয়ার জন্য।