“হংসিকার পা আর ঊরু নিয়ে আপত্তিকর মন্তব্য”-প্রকাশ্য অনুষ্ঠানে অভিনেত্রীর অস্বস্তিকর স্মৃতি

ভারতীয় অভিনেত্রী হংসিকা মোতওয়ানি শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। ছোটপর্দায় ‘শাকা লাকা বুম বুম’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম পরিচিতি পান। এরপর বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নিজের স্থান পাকা করেন। তবে একবার প্রকাশ্য অনুষ্ঠানে তাঁর শরীর নিয়ে কুরুচিপূর্ণ মশকরা ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছিল, যা আজও তাঁকে অস্বস্তিতে ফেলে।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবি ‘পার্টনার’-এ হংসিকা অভিনেতা আদি পিনিসেট্টির বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। মনোজ দামোদরন পরিচালিত এই ছবিতে পার্শ্বচরিত্রে ছিলেন অভিনেতা রোবো শঙ্কর। ছবির প্রচারের সময় একটি অনুষ্ঠানে রোবো শঙ্কর প্রকাশ্যেই হংসিকাকে ‘মোমের পুতুল’ এবং ‘ময়দার দলা’র সঙ্গে তাঁর শরীরের তুলনা করেন।

এখানেই শেষ নয়। রোবো শঙ্কর আরও আপত্তিকর মন্তব্য করে বলেন, “আমি হংসিকার কাছে বহুবার অনুরোধ করেছিলাম, যাতে একটি দৃশ্যে আমি তার পা এবং ঊরু স্পর্শ করতে পারি। আমি রীতিমতো তার পায়ে পড়েছিলাম। শুধুমাত্র তার পা দুটি স্পর্শ করার জন্য আমি অনুরোধ করেছিলাম। কিন্তু সে রাজি হয়নি।”

রোবো শঙ্কর এরপর আরও হতাশাব্যঞ্জক মন্তব্য করে বলেন, “শুধু নায়করাই নায়িকাদের স্পর্শ করতে পারেন!” সেই অনুষ্ঠানে মঞ্চে হংসিকা নিজেও উপস্থিত ছিলেন। তবে রোবোর এই কুরুচিপূর্ণ মন্তব্য শুনেও তিনি তাৎক্ষণিকভাবে কোনও প্রতিবাদ করতে পারেননি। স্পষ্টতই অস্বস্তিতে পড়ে তিনি কেবল হাসতে থাকেন।

তবে, অনুষ্ঠানে উপস্থিত এক সাংবাদিক বিষয়টি লক্ষ করেন এবং এর প্রতিবাদ জানান। পরবর্তীতে আরেক অভিনেতা জন বিজয় রোবো শঙ্করের হয়ে হংসিকার কাছে ক্ষমা চেয়েছিলেন। এই ঘটনাটি সেই সময় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার ঝড় তুলেছিল এবং অভিনেত্রীর প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন অনেকেই। প্রকাশ্য মঞ্চে একজন অভিনেত্রীর শরীর নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য এবং যৌন ইঙ্গিতপূর্ণ আচরণ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্ধকার দিকটিকেই তুলে ধরেছিল বলে মনে করেন অনেকে।