“যোগ্যদের কারও চাকরি যাবে না”, প্রয়োজনে বিকল্প ব্যবস্থার বন্দোবস্ত করবে রাজ্য, আশ্বাস মমতার !

সুপ্রিম কোর্টের রায়ে সদ্য চাকরি হারানো যোগ্য প্রার্থীদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দেন, কোনও যোগ্য প্রার্থীর চাকরি যাবে না। প্রয়োজনে তাঁদের জন্য বিকল্প ব্যবস্থার বন্দোবস্ত করবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে চাকরি বাতিলের রায়ের বিস্তারিত ব্যাখ্যা চাইবে। যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকাও শীর্ষ আদালতের কাছে চাওয়া হবে। যদি আদালতের তরফ থেকে নেতিবাচক উত্তর আসে, অর্থাৎ যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার সুযোগ না থাকে, তাহলে রাজ্য সরকার তাঁদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

আপাতত চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের তাঁদের বর্তমান কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সরকার কি আপনাদের বরখাস্তের কোনও নোটিশ দিয়েছে? যদি না দিয়ে থাকে, তাহলে আপনারা চাকরি করুন না। স্বেচ্ছায় সকলেই তো কাজ করতে পারেন।” এর মাধ্যমে মুখ্যমন্ত্রী সম্ভবত আইনি প্রক্রিয়ার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের কর্মস্থলে বহাল থাকার ইঙ্গিত দিলেন।

মুখ্যমন্ত্রী আরও আশ্বাস দেন যে, যোগ্য চাকরিহারাদের সমস্যা সমাধানের পরই রাজ্য সরকার অযোগ্য প্রার্থীদের বিষয়টি বিবেচনা করবে। তবে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের স্বার্থ রক্ষা করাই তাঁর সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি স্পষ্ট করেন।

মুখ্যমন্ত্রীর এই আশ্বাসবাণী চাকরিহারা যোগ্য প্রার্থীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি এনে দিতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, রাজ্য সরকার আইনি পথে কতটা অগ্রসর হতে পারে এবং বিকল্প ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলে তা কতটা ফলপ্রসূ হয়।