গুরুত্বপূর্ণ আপডেট: ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় বড় খবর, সরে দাঁড়ালেন বিচারপতি সেন, কিন্তু কেন?

প্রাথমিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলার (TET Scam) শুনানি হল না কলকাতা হাইকোর্টে। সোমবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চে এই মামলাটি তালিকাভুক্ত ছিল। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে এদিন টেট মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি সৌমেন সেন।
সূত্রের খবর, বিচারপতি সেন মামলাটি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠিয়ে দিয়েছেন। বিচারপতি সেন এই মামলা থেকে সরে দাঁড়ানোয়, মামলাটি আপাতত সংশ্লিষ্ট ডিভিশন বেঞ্চের বিচারাধীন রইল না। এর ফলে ২০১৬ সালের প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের ভবিষ্যৎ ফের অনিশ্চয়তার মুখে পড়ল।
উল্লেখ্য, এই মামলায় এর আগে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২০১৬ সালে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগকে বেআইনি ঘোষণা করে তাঁদের বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আপিল করে। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল।
বিচারপতি সৌমেন সেনের সরে দাঁড়ানোয়, নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে এই মামলার জন্য নতুন একটি ডিভিশন বেঞ্চ গঠন করতে হবে। কবে সেই বেঞ্চ গঠিত হবে এবং মামলার পরবর্তী শুনানি কবে হবে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ের পর প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এই পরিস্থিতিতে প্রাথমিকের এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি স্থগিত হওয়ায় চাকরিপ্রার্থীদের মধ্যে ফের উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর কবে এই মামলার নিষ্পত্তি হবে, সেদিকেই এখন সকলের নজর।