নিউজিল্যান্ডে সিরিজ হার, মেজাজ হারিয়ে দর্শকদের পেটাতে গেলেন পাকিস্তানের খুশদিল শাহ

নিউজিল্যান্ডের মাটিতে ৭টি ম্যাচ খেলতে গিয়েছিল পাকিস্তান। কিন্তু টি-টোয়েন্টি এবং ওয়ানডে—দুই সিরিজেই মুখ থুবড়ে পড়ে বাবর আজমের দল। টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজেও ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হয় পাকিস্তানকে। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর মেজাজ হারিয়ে বিতর্কে জড়ালেন পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহ।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ শেষে মাঠে উপস্থিত কিছু সমর্থকের মন্তব্যে এতটাই ক্ষুব্ধ হন খুশদিল শাহ যে, তিনি বাউন্ডারি পেরিয়ে দর্শকদের দিকে তেড়ে যান এবং তাদের মারতে উদ্যত হন। যদিও মাঠের নিরাপত্তারক্ষী ও দলের সতীর্থরা দ্রুত ছুটে এসে তাকে নিবৃত্ত করেন।

মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ওয়ানডে ম্যাচে ৪৩ রানে হেরে হোয়াইটওয়াশের লজ্জা পায় পাকিস্তান। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে যখন পাক দল ড্রেসিংরুমের দিকে ফিরছিল, সেই সময় গ্যালারিতে থাকা কয়েকজন দর্শক দলের খেলোয়াড়দের উদ্দেশ্য করে কটু কথা বলেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন খুশদিল শাহ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই ঘটনার সত্যতা স্বীকার করেছে। পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দুজন আফগান নাগরিক পাকিস্তান ক্রিকেট দল সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য করছিলেন, যার জেরেই খুশদিল শাহ এমন প্রতিক্রিয়া দেখান। পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘যখন পাকিস্তান বিরোধী স্লোগান চরমে ওঠে, তখন ক্রিকেটার খুশদিল শাহ এগিয়ে এসে দর্শকদের এই ধরনের কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানান। জবাবে, আফগান দর্শকরা পশতু ভাষায় আরও কিছু আপত্তিকর কথা বলেন, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।’

এই ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বা পিসিবি এখনও পর্যন্ত খুশদিল শাহের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। তবে পিসিবি তাদের বিবৃতিতে বলের আঘাতে আহত ব্যাটার ইমাম-উল-হকের স্বাস্থ্য সম্পর্কে জানিয়েছে। প্রাথমিক পরীক্ষায় ইমামের সামান্য কনকাশন ধরা পড়েছে এবং তিনি দলের বাকি সদস্যদের সঙ্গে দেশে ফেরার অনুমতি পেয়েছেন।