SPORTS: মুম্বাই শিবিরে যোগ দিলেন বুমরাহ, জেনেনিন কবে থেকে খেলবেন ম্যাচ ?

ভারতের তারকা পেসার ও মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণের প্রধান ভরসা জাসপ্রিত বুমরাহ অবশেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন। দীর্ঘদিন ধরে চোটের কারণে মাঠের বাইরে থাকার পর তাঁর ফেরা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য নিঃসন্দেহে একটি বড় স্বস্তির খবর।

ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) মেডিক্যাল টিম সবুজ সংকেত দেওয়ার পরেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে আইপিএল খেলার অনুমতি দিয়েছে। চোট সারিয়ে সম্পূর্ণ ফিট বুমরাহর মুম্বাইয়ের হয়ে মাঠে নামতে আর কোনও বাধা নেই।

মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় বিশ্বের অন্যতম সেরা এই পেসারের দলে যোগদানের খবরটি নিশ্চিত করেছে। আগামী সোমবার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে দলের সঙ্গে যোগ দিলেও সোমবারের ম্যাচে বুমরাহের খেলার সম্ভাবনা খুবই কম। বিসিসিআই তাঁকে নিয়ে কোনওরকম তাড়াহুড়ো করতে নিষেধ করেছে।

বুমরাহের উপর বিশেষভাবে নজর রাখার জন্য মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বুমরাহের অন্তর্ভুক্তি হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলের বোলিং আক্রমণকে অনেকটাই শক্তিশালী করবে। উল্লেখ্য, এবারের আইপিএলে সবচেয়ে বেশি শিরোপা জয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্স তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। তারা ইতিমধ্যেই চারটি ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে এবং টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাদের জয়ের বিকল্প নেই।

মনে করা হচ্ছে, আগামী ১৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ থেকে জাসপ্রিত বুমরাহ প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন। তার আগে তিনি সম্ভবত গোটা দুয়েক প্রস্তুতি ম্যাচ খেলবেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে কয়েক দিন সময় থাকায় মুম্বাই ইন্ডিয়ান্স দল নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সেই ম্যাচগুলোতে খেলে বুমরাহ তাঁর ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করবেন।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্ট খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। এই কারণে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অংশ নিতে পারেননি।