SPORTS: ৪ ম্যাচের মধ্যে ৩ ম্যাচেই হার, হারের বৃত্তে বন্দী মুম্বাইকে সুখবর দিলো বিসিসিআই

আইপিএলের চলতি মরসুমে শুরুটা একেবারেই ভালো হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। ৪ ম্যাচের মধ্যে ৩টিতেই হার হজম করতে হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নদের। এমন পরিস্থিতিতে দলের বোলিং আক্রমণকে শক্তিশালী করতে অবশেষে সুখবর পেল মুম্বই শিবির। দলের প্রধান পেসার জাসপ্রিত বুমরাহ সম্পূর্ণ ফিট এবং রবিবার দলের সঙ্গে যোগ দেবেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বুমরাহকে খেলার জন্য সবুজ সংকেত দিয়েছে। বেঙ্গালুরুতে অবস্থিত ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) মেডিকেল রিপোর্টের ওপর সন্তুষ্ট বোর্ডকর্তারা। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রবিবারই বুমরাহ মুম্বাই ইন্ডিয়ান্সের টিম হোটেলে যোগ দেবেন।

তবে এখনই মাঠে দেখা যাবে না এই তারকা পেসারকে। আগামী সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মুম্বইয়ের হোম ম্যাচে খেলবেন না বুমরাহ। মনে করা হচ্ছে, ১৩ই এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আইপিএলে মাঠে নামার আগে বুমরাহ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন। দিল্লির বিরুদ্ধে ম্যাচের আগে কয়েকদিন সময় থাকায় মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে এবং সেই ম্যাচগুলোতে বুমরাহ অংশ নিতে পারেন।

উল্লেখ্য, গত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্টে খেলার সময় পিঠের চোটে পড়েন জাসপ্রিত বুমরাহ। সেই চোটের কারণে তিনি দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি খেলতে পারেননি। আইপিএলের প্রথম চারটি ম্যাচেও হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স বুমরাহের অভাব অনুভব করেছে।

বিসিসিআই সূত্রে আরও জানা গিয়েছে, বোর্ডের চিকিৎসকরা বুমরাহকে খেলার ছাড়পত্র দিয়েছেন। তাঁর পিঠের চোট সম্পূর্ণ সেরে গিয়েছে এবং তিনি স্বাভাবিকভাবে বোলিং করতে পারছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী দশ দিনের মধ্যেই তিনি পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠবেন।

তবে বোর্ডের পক্ষ থেকে ইন্টার-স্কোয়াড প্রস্তুতি ম্যাচগুলোতে বুমরাহের ওপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের মেডিকেল টিমের সদস্যরা তাঁকে পর্যবেক্ষণ করবেন এবং দেখবেন তাঁর কোনো সমস্যা হচ্ছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচেই জাসপ্রিত বুমরাহকে ফের প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যেতে পারে। বুমরাহের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা যায়।