বিশেষ: বিখ্যাত শেয়ার মার্কেট টাইকুন ওয়ারেন বাফেটের ৪০টি মূল্যবান বাণী ও উক্তি (২য় পর্ব)

ওয়ারেন বাফেটের নাম জানেন না, এমন শিক্ষিত লোক খুঁজে পাওয়া কঠিন। আধুনিক বিশ্বের ইতিহাসে সবচেয়ে ধনী ও সফল ব্যক্তিদের একজন তিনি।

সফল মানুষদের কথা ভাবতে গেলে, না চাইতেও এই অসাধারণ প্রতিভাবান লোকটির কথা চলে আসে। ওয়ারেন বাফেটের জীবনী থেকে যেমন অনেক কিছু শেখার আছে; তেমনি বিভিন্ন সময়ে বলা তাঁর উক্তি ও বানী থেকেও শিক্ষা নেয়ার আর অনুপ্রাণিত হওয়ার মত অনেক কিছুই আছে।

তাই, আজ আপনার জন্য আমরা নিয়ে এসেছি ওয়ারেন বাফেট এর ৪০ টি অসাধারণ উক্তি ও বানী আজ ২য় পর্ব –

#২১. “তোমার মাঝে যদি দক্ষতা আর চেষ্টা থাকে, তবে সাফল্য সময়ের ব্যাপার মাত্র”

#২২. “সবচেয়ে সুখী মানুষদের কাছে সবকিছু নেই, তারা তাদের যা আছে তার জন্য সন্তুষ্ট ও কৃতজ্ঞ”

#২৩. “যদি মনে কর যে, উদ্যোক্তা হওয়া ঝুঁকিপূর্ণ, তাহলে ৪০ বছর অন্য কারও জন্য গাধার খাটুনি খেটে অবসর ভাতার ওপর নির্ভরশীল হওয়া পর্যন্ত অপেক্ষা কর”

#২৪. “আমি যা বুঝি না, তাতে কখনওই বিনিয়োগ করি না”

#২৫. “সুনাম গড়তে লাগে ২০ বছর, নষ্ট করতে লাগে মাত্র ৫ মিনিট। এটা মাথায় রাখলে, তোমার সব কাজ ‘অন্যরকম’ হবে”

#২৬. “ধনীরা সময়ের পেছনে বিনিয়োগ করে, গরীবরা করে টাকার পেছনে”

#২৭. “নিজের ভুল থেকে শেখা ভালো; অন্যের ভুল থেকে শিখতে পারলে আরও ভালো”

#২৮. “আমার জীবনের সেরা কাজটি ছিলো, সঠিক লোকগুলোকে আদর্শ হিসেবে বেছে নিতে পারা”

#২৯. এমন বন্ধু নির্বাচন কর, যারা সবদিক দিয়ে তোমার চেয়ে ভালো। তাহলে তুমিও একদিন সেইদিকে ধাবিত হবে”
#৩০. “যদি বৃষ্টির জন্য আশ্রয় বানাতে না পার, তবে বৃষ্টির পূর্বাভাস দিতে পারলেও কোনও লাভ নেই”

#৩১. “যদি তুমি তোমার ব্যবসার দুর্বলতা জানো, তবে ভয় নেই। কিন্তু না জানলে ঘোর বিপদে আছ”

#৩২. “কাউকে চাকরি দেওয়ার সময়ে, সততা, বুদ্ধি, আর কাজ করার ক্ষমতা – এই ৩টি গুণ আছে কিনা নিশ্চিত হও। যদি সততা বাদে বাকি দু’টো অনেক বেশিও থাকে – তাকে কাজে নিও না। এর বদলে, সততা পূর্ণ বোকা আর অলসদের কাজে নাও। অস‌ৎ বুদ্ধিমান আর কর্মক্ষমরা তোমার সর্বনাশ করবে”

#৩৩. “তোমাকে অন্যদের চেয়ে বুদ্ধিমান না হলেও চলবে। তোমাকে শুধু অন্যদের চেয়ে কাজে বেশি ধারাবাহিক হতে হবে”

#৩৪. “যদি নিজেকে গর্তের মাঝে আবিষ্কার কর, তবে প্রথমেই গর্ত খোঁড়া বন্ধ কর”

#৩৫. “তোমার চেষ্টা আর প্রতিভা যতই প্রবল হোক না কেন, কিছু ব্যাপারে সফল হতে সময় লাগে”

#৩৬. “যদি জীবনে খুব বেশি ভুল না কর, তবে অল্প কিছু সঠিক কাজ করাই যথেষ্ঠ”

#৩৭. “আমি মদ আর ঋণের কারণে সবচেয়ে বেশি মানুষকে ব্যর্থ হতে দেখেছি। তুমি যদি বুদ্ধি খাটাও, তবে ঋণ ছাড়াই তোমার হাতে অনেক টাকা আসবে”

#৩৮. “যদি তুমি আবেগ নিয়ন্ত্রণ করতে না পার, তবে আর্থিক অবস্থাও নিয়ন্ত্রণ করতে পারবে না”

#৩৯. “একবারে সাত ফুট লাফ দেয়ার চেষ্টা করার চেয়ে, সাতবার এক ফুট লাফ দেয়া ভালো”

#৪০. “সফল বিনিয়োগের জন্য দরকার সময়, শৃঙ্খলা, আর ধৈর্য্য”